- Uncategorized এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ৮, ২০২৩
রবিবাসরীয় সকালে ইষ্ট-ওয়েস্ট মেট্রোর রেক চলাচল শুরু। চলতি বছরেই কি জলের তলায় মেট্রোর সওয়ারী হবেন কলকাতা ও হাওড়া বাসী ?
নদীর তলায় মেট্রো চলাচলের রোমাঞ্চকর অভিজ্ঞতা উপভোগ করবার জন্য আর হয়তো বেশি দিন অপেক্ষা করতে হবে না কলকাতাবাসীকে। আগামীকাল সল্টলেক থেকে শিয়ালদহ ও সেখানে থেকে এসপ্ল্যনেড হয়ে পূর্বমুখী সুড়ঙ্গের মাধ্যমে হাওড়া ময়দানে পৌঁছাবে মেট্রোর ছয় কোচের দুটি রেক। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে জানা যাচ্ছে, পশ্চিমমুখী সুড়ঙ্গের বহুবাজার অংশে এখনও নির্মাণ কাজ চলছে। তাই আপাতত সেখানে কোনো রেক চালানোর সম্ভাবনা নেই। রেক চলাচল সফল হলেই মেট্রোর ট্রায়াল রানিং শুরু হবে।
মেট্রো সূত্রে জানা গেছে, রেক চালানোর জন্য সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সময় ধার্য করা হয়েছে। কর্তৃপক্ষের পরিকল্পনা হল, সল্টলেকের সেন্ট্রাল পার্ক ডিপো থেকে শিয়ালদহ পর্যন্ত দু’টি রেক এক এক করে নিয়ে আসা হবে। পরে ব্যাটারিচালিত ইঞ্জিনের সাহায্যে প্রথম রেকটিকে পিছন থেকে ঠেলে এসপ্লানেড পর্যন্ত আনা হবে। সেখান থেকে নদীর নীচ দিয়ে হাওড়া ময়দানে পৌঁছবে। নদীখাতের সঙ্গে সামঞ্জস্য রেখে পূর্ব দিকের সুড়ঙ্গের চড়াই-উতরাই সামলে গন্তব্যে পৌঁছোবে প্রথম রেকটি। একই পদ্ধতিতে মাটির নীচে হাওড়া ময়দান স্টেশনে পাশের লাইনে দ্বিতীয় রেকটিকে নিয়ে যাওয়া হবে।
দু’টি রেক গন্তব্যে পৌঁছে গেলে ট্রেন চালানোর মহড়ার প্রস্তুতি শুরু হবে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র ইতিমধ্যে জানিয়েছেন, কাল কোনো ট্রায়াল হচ্ছে না। শুধুমাত্র নদীর নীচ দিয়ে রেক নিয়ে যাচ্ছি। কাজ শেষ হলে হাওড়া ময়দান এবং এসপ্লানেডের মধ্যে মহড়া শুরু হবে।
বহু বাধা-বিপত্তি কাটিয়ে দীর্ঘ ১৪ বছরের ইস্ট-ওয়েষ্ট মেট্রো প্রকল্প বাস্তবায়িত হওয়ার পথে। সল্টলেক-সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো চলাচল ইতিমধ্যে চালু রয়েছে। শিয়ালদহ দক্ষিণ ও উত্তর শাখার বহু যাত্রী এতে উপকৃত হচ্ছেন। এখন হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো চালু হলে সল্টলেক যেতে হাওড়া ও হুগলীর বাসিন্দাদেরও সল্টলেক যেতে আর বেশি সময় লাগবে না। সব ঠিক ঠাক থাকলে চলতি বছরের আগষ্ট মাস থেকেই জলের নীচে চলবে পাতাল রেল।
❤ Support Us