- দিন-দুনিয়া
- নভেম্বর ৫, ২০২১
সৌদিকে আমেরিকার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র

সৌদি আরবের কাছে ৬৫ কোটি মার্কিন ডলার মূল্যের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জো বাইডেনের আমলে এই প্রথম পশ্চিম এশিয়ার কোনো রাষ্ট্রকে অস্ত্র যোগানোর সিদ্ধান্ত নিল আমেরিকা। পেন্টাগনের পক্ষ থেকে বৃহস্পতিবার বলা হয়েছে, সৌদি আরবের নিরাপত্তারক্ষায় অস্ত্র জোগানের অনুমোদন দেওয়া হয়েছে।
আল জাজিরা খবরটি জানিয়ে বলেছে, মধ্য পাল্লার এআইএম-১২০সি-৭/সি-৮ মডেলের এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ৬৫ কোটি ডলারে বিক্রি করছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৫ হাজার ৫৭৬ কোটি ৪০ লাখ ৫৯ হাজার টাকা। পেন্টাগণের বিবৃতির পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় টুইটারে জানিয়েছে, এইসব ক্ষেপণাস্ত্র যে কোনো লক্ষ্যবস্তুতে হামলা করার জন্য ব্যবহৃত হবে না। সম্প্রতি সীমান্তের ওপার থেকে বেশকিছু হামলার ঘটনা ঘটেছে সৌদি আরবে। নতুন এই এআইএম-১২০সি-৭/সি-৮ মডেলের এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্রগুলো সেসব হামলা প্রতিহত করতে সাহায্য করবে।
❤ Support Us