- এই মুহূর্তে
- জুন ১৪, ২০২২
আগামী জুলাই থেকে রাজ্যজুড়ে ৭৫ মাইক্রনের নীচে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ

আগামী জুলাই থেকে রাজ্যজুড়ে ৭৫ মাইক্রনের নীচে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ হচ্ছে। এদিন বিধানসভার অধিবেশনে ঘোষণা ফিরহাদের। নিষেধাজ্ঞা না মানলে জরিমানা সহ শাস্তি। পুর এলাকার কোনও দোকান, বাজারে এই নিয়মের অন্যথা করা যাবে না ।
সামনেই বর্ষা নামবে । বষ্টিতে কলকাতার জমা জল নামাতে গিয়ে প্লাস্টিক সমস্যায় জেরবার হতে হয় পৌরসংস্থার কর্মীদের । যত্রতত্র প্লাস্টিক জমে জল পরিবহণে সমস্যা দেখা দেয়। শহরে জমা জল যন্ত্রণার অন্যতম কারণ প্লাস্টিক ব্যাগ, বোতল ইত্যাদি। এখন প্লাস্টিকের ব্যবহার শহর ছাড়িয়ে গ্রামে-গঞ্জেও ঢুকে পড়েছে । মাছ, সবজি, ফুল, ফল, চাল-ডাল এমনকি তেল কিনতেও অনেকে প্লাস্টির ব্যবহার করছেন । যার ফলে বাড়ছে দূষণ। মাটি, জল এমনকি সমুদ্রের অতলে প্লাস্টিক জমায় মারা যাচ্ছে মাছ। নষ্ট হচ্ছে বাস্তুতন্ত্র । দূষণ আটকাতে তৎপর প্রশাসন । ১ হাজার ২৬টি প্লাস্টিক কারখানায় পাঠানো হয়েছে বার্তা জানালেন, ফিরহাদ হাকিম।
❤ Support Us