Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ২৭, ২০২৪

এবারে পথে নামলেন বসিরহাটের নাট্যকর্মীরা।

আরম্ভ ওয়েব ডেস্ক
এবারে পথে নামলেন বসিরহাটের নাট্যকর্মীরা।

আরজি করে নির্যাতিতা নিহত তরুণী চিকিৎসকের হত্যাকারীর বিচার চেয়ে এবারে পথে নামলেন বসিরহাটের নাট্যকর্মীরা। নাটক, গান, কবিতায় নাট্য ও সাংস্কৃতিক কর্মীদের প্রতিবাদ মিছিলে সাধারণ মানুষও অংশ নেন। বসিরহাট বোটঘাট থেকে ইটিন্ডা রোড ধরে মিছিল শেষ হয় জোড়া পেট্রল পাম্পের কাছে। ‘‌বসিরহাট মহকুমা নাট্য সমন্বয়’‌ আহুত মিছিলে অংশ নেয় বসিরহাট, টাকি, ন্যাজাট, কাটিয়াহাট সহ মহকুমার নানা প্রান্তের নাট্য সংস্থাগুলি। ‘‌ডাক দিয়েছে থিয়েটার, মিছিল কিন্তু সব্বার’‌ আহ্বানে সাড়া দিয়ে শিক্ষক, অধ্যাপক, স্কুল পড়ুয়া, লেখক, শিশু শিল্পী সকলেই মিছিলে হাঁটেন। মিছিল শুরু আগে রাস্তার ওপরে গান, কবিতায় অংশ নেন শিল্পীরা। আরজি করের ঘটনার ওপরে একটি পথ নাটিকা পরিবেশিত হয়। বসিরহাটের মহুয়া, সুমেরু, স্বপ্ন সৃজনী, নাট্যামোদী, কিংশুক, টাকির আমরা অমলকান্তি, নাট্যম, কাটিয়াহাট ময়ূখ সহ অন্যান্য নাট্যগোষ্ঠীর সদস্যরা ‘‌আর জি করের নির্যাতিতার বিচার চাই’‌ স্লোগান তোলেন। অন্যদিকে বসিরহাট গণ প্রতিবাদ নাগরিক সমাজ ধর্ষণের মত জঘন্য অপরাধের ক্ষেত্রে নতুন আইন প্রণয়নের দাবিতে আলাদা ভাবে একটি মিছিল হয় এদিন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!