- প্রচ্ছদ রচনা
- জানুয়ারি ২৩, ২০২৩
কলেজিয়ামে কেন্দ্র মনোনীত বিচারপতি ! বিচার বিভাগ বনাম আইন সভা বিতর্কে আইন মন্ত্রী রিজিজুর মন্তব্যে জল্পনা

কলজিয়ামের মাধ্যমে বিচারপতি নিয়োগ নিয়ে বহুদিন ধরেই সরব কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু। বিচারপতিদের নিয়োগে সুপ্রিম কোর্টের পরিবর্তে কেন্দ্রের হাতেই ক্ষমতা থাকা উচিত বলে মত তাঁর। সোমবার সেই প্রসঙ্গ তুলে বিচার বিভাগ ও সংসদের বিতর্ককে আবার উস্কে দিলেন তিনি।
বিচারপতি নিয়োগেও সরকার-সুপ্রিম কোর্ট দ্বৈরথ অব্যাহত। বিচারপতি নিয়োগে কেন্দ্রের অধিকারের স্বপক্ষে সোচ্চার আইনমন্ত্রী কিরণ রিজিজু। বিচারপতিদের ওপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি সোমবার অত্যন্ত তাৎপর্য পূর্ণ মন্তব্য করেন তিনি। বলেন যে তাঁরা সরাসরি জনতার ভোটে নির্বাচিত হন না। কিন্তু জনগণ তাদের রায়দান ও বিচার প্রক্রিয়াকে প্রত্যক্ষ করেন। আজকের সামাজিক প্রচারমাধ্যমের এর কোনো কিছুকেই আড়াল করা সম্ভব নয় বলে সভায় জানান তিনি। সাধারণ মানুষের পর্যবেক্ষণের প্রসঙ্গ তুলে বিচার বিভাগের ওপর বকলমে নিজেদের রাজনৈতিক হস্তক্ষেপকে সুপ্রতিষ্ঠিত করবার কৌশল বিজেপি সরকার নিতে চাইছে কিনা তা নিয়ে প্রশ্ন বিরোধী রাজনৈতিক শিবিরে।
ভারতের সংবিধান অনুযায়ী ভারতে বিচার ব্যবস্থা স্বাতন্ত্র্য। সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির কলেজিয়াম যে তালিকা সুপারিশ করে রাষ্ট্রপতির কাছে , তার মধ্যে থেকেই বিচারপতি নিয়োগ করা হয়। বিজেপি সরকার এই ব্যবস্থা তুলে দেওয়ার পক্ষে। ২০১৫ সালে এই লক্ষ্যে এনেছিল এনজেসিএ আইন কিন্তু শীর্ষ আদাল তা বাতিল করে দেয়। তারপর থেকেই শুরু হয় সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ নিয়ে কেন্দ্র ও বিচার বিভাগের লড়াই। আজকে আইনমন্ত্রী রিজিজুর মন্তব্য সেই বিতর্ককে ভিন্ন মাত্রা দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।
❤ Support Us