Advertisement
  • দে । শ
  • নভেম্বর ৯, ২০২১

শীতের মরসুমেই এই প্রথম আন্তর্জাতিক মিউজিক ফেস্টিভ্যাল, রাজ্যবাসীকে ‘বিশেষ’ উপহার মমতার

বাংলার সংস্কৃতিকে বিশ্ব দরবারে পৌঁছে দিতেই জননেত্রীর নতুন প্রয়াস। তবে ঠিক কোন মাসে সংগীত উৎসবের আয়োজন করা হবে, তা এখনও ঘোষণা করেন নি মুখ্যমন্ত্রী ।

আরম্ভ ওয়েব ডেস্ক
শীতের মরসুমেই এই প্রথম আন্তর্জাতিক মিউজিক ফেস্টিভ্যাল, রাজ্যবাসীকে ‘বিশেষ’ উপহার মমতার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই প্রথমবার কলকাতায় আয়োজিত হতে চলেছে আন্তর্জাতিক সংগীত উৎসব। সোমবার একটি সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যে তো একের পর এক উৎসব। দুর্গাপুজো, কালীপুজোর শেষে ছটপুজো, জগদ্ধাত্রী। পরের মাসেই বড়দিন ও বর্ষবরণের। কিন্তু বছর পেরিয়ে নতুন বছরের শুরুতেও শহরজুড়ে উৎসবের আমেজ থাকবে। কারণ ৭ জানুয়ারির  থেকে শুরু হয়ে যাবে ২৭ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (কেআইএফএফ২০২২)। চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। তারপরই বইপ্রেমীরা মজবেন বইমেলায়। অতিমারী আবহে কোভিডবিধি মেনে ৩১ জানুয়ারি শুরু বইমেলা। আর এই দুই মহোৎসবের সঙ্গে এবার জুড়ে যাচ্ছে আরও একটি উৎসব। আন্তর্জাতিক মিউজিক ফেস্টিভ্যাল।

জানা গিয়েছে, প্রথমবার এই শীতেই রেড রোডে অনুষ্ঠিত হবে এই বিশেষ উৎসব। অর্থাৎ দুর্গাপুজোর সময় কার্নিভালের জন্য যেভাবে রেড রোড সেজে ওঠে, সেভাবেই আবারও শীত-রোদ্দুর মেখে সেজে উঠবে রাজপথ। আর সেখানেই হাজির হবেন দেশ-বিদেশের সংগীত শিল্পীরাও। সবমিলিয়ে এক সংগীত পরিমণ্ডলে উৎসবের আমেজে কাটবে বেশ কয়েকটা দিন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে একাধিকবার শোনা গিয়েছে, বাংলা গানকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়ার কথা। বাংলার সংস্কৃতির বিষয়ে যাতে গোটা দুনিয়া অবগত হয়, সে প্রয়াসই করতে হবে। কলকাতার চলচ্চিত্র উৎসব যেভাবে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসা কুড়িয়েছে, রাজ্য সরকারের আশা একইরকম ভাবেই জনপ্রিয়তার শিখরে পৌঁছবে মিউজিক ফেস্টিভ্যালও। যদিও শীতকালের ঠিক কোন মাসে সংগীত উৎসবের আয়োজন করা হবে রেড রোডে, তা এখনও ঘোষণা করা হয়নি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!