Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ২৪, ২০২৫

‌কাল শুরু, এবারের কলকাতা লিগ উৎসর্গ করা হল পিকে ব্যানার্জিকে, ম্যাসকট ‘‌গোপাল ভাঁড়’‌

আরম্ভ ওয়েব ডেস্ক
‌কাল শুরু, এবারের কলকাতা লিগ উৎসর্গ করা হল পিকে ব্যানার্জিকে, ম্যাসকট ‘‌গোপাল ভাঁড়’‌

সঞ্জয় সেনের হাত ধরে দীর্ঘদিনের খরা কাটিয়ে গত বছর সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। সামনের বছর তাঁর হাতেই আবার বাংলা দলের দায়িত্ব থাকছে। সোমবার কলকাতা লিগের ম্যাসকট উদ্বোধন করতে এসে ঘোষণা করে দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। প্রশ্ন উঠছে, নিয়ম–নীতির তোয়াক্কা না করে এইভাবে কি কোচের নাম ঘোষণা করা যায়?‌ এবারের কলকাতা লিগের ম্যাসকট ‘‌গোপাল ভাঁড়’‌। আর লিগ উৎসর্গ করা হল পিকে ব্যানার্জির নামে।
বুধবার থেকে শুরু কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলা। আইএফএ–র পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল, এবারের লিগের ম্যাসকট ‘‌গোপাল ভাঁড়’‌। সোমবার মধ্য কলকাতার এক হোটেলে কলকাতা লিগের ম্যাসকটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হল। আবরন উন্মোচন করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এবাবের লিগ উৎসর্গ করা হয়েছে প্রয়াত কিংবদন্তি পিকে ব্যানার্জিকে। এদিন তাঁর নামাঙ্কিত বিশেষ পোস্টাল স্ট্যাম্পের উদ্বোধন করা হয়।
আইএফএর এই অভিনব উদ্যোগের প্রশংসা করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। পাশাপাশি লিগের উন্নতির জন্য রাজ্য ফুটবল সংস্থাকে বেশ কয়েকটা পরামর্শও দেন। লিগে রেফারিংয়ের মান যাতে উন্নত হয়, সেদিকে নজর দেওয়ার কথা বলেন। ক্রীড়ামন্ত্রী বলেন, ‘‌রেফারির মান আরও উন্নত করতে হবে। ছোট ক্লাবের কর্তারা কীভাবে দল তৈরি করে, সেটা সবাই জানে। অনেকে স্ত্রী–র গয়না বিক্রি করে ক্লাব চালায়। তাই রেফারির মান বাড়াতেই হবে। বড় দলের সঙ্গে ছোট দলের খেলা হলে মনে হয় ১১ জনের সঙ্গে ১৪ জন খেলছে। বড় দলগুলি যাতে সুবিধা না পায় সেটা দেখতে হবে।’‌
পাশাপাশি ভূমিপুত্রের সংখ্যা আরও বাড়ানোর পরামর্শও দেন ক্রীড়ামন্ত্রী। এছাড়া, কলকাতা লিগ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করারও আর্জি জানান অরূপ বিশ্বাস। এদিনই তিনি মঞ্চে দাঁড়িয়ে এবছর সন্তোষ ট্রফির জন্য কোচের নাম ঘোষণা করার জন্য আইএফএ–কে অনুরোধ করেন। যাতে কোন লিগের ম্যাচ দেখে ফুটবলার বেছে নিতে পারেন। সামনেই ছিলেন গতবারের চ্যাম্পিয়ন কোচ সঞ্জয় সেন। অরূপ বিশ্বাস মঞ্চে দাঁড়িয়েই তাঁর নাম ঘোষণা করে দেন।
এদিকে, আগামীকাল নৈহাটি স্টেডিয়ামে জাঁকজমক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে আইএফএ। বিকেল সাড়ে পাঁচটায় অনুষ্ঠান শুরু। পারফর্ম করবে সম্বলপুরের ড্রামাররা। গান গাইবেন পৌষালী ব্যানার্জি। এছাড়াও থাকছে লেজার শো। সন্ধে‌ ৭.১৫ মিনিট থেকে শুরু ম্যাচ। ‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!