Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ২, ২০২৪

ইন্দোনেশিয়ার কাছে হেরে থমাস কাপে গ্রুপে দ্বিতীয় ভারত, শেষ আটে সামনে চীন

আরম্ভ ওয়েব ডেস্ক
ইন্দোনেশিয়ার কাছে হেরে থমাস কাপে গ্রুপে দ্বিতীয় ভারত, শেষ আটে সামনে চীন

প্রথম দুটি ম্যাচ জিতে আশা জাগিয়েছিল। কিন্তু গ্রুপ শীর্ষে থাকা হল না ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দলের। থমাস কাপে গ্রুপ লিগের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার কাছে হেরে দ্বিতীয় হয়েই কোয়ার্টার ফাইনালে গেল ভারতীয় পুরুষ দল। কোয়ার্টার ফাইনালে ভারতের সামনে প্রতিযোগিতার আয়োজক ও ১০ বারের চ্যাম্পিয়ন চীন।
২ বছর আগে এই ইন্দোনেশিয়াকেই থমাস কাপের ফাইনালে ৩–০ ব্যবধানে হারিয়েছিল ভারতীয় দল। এদিন অবশ্য গ্রুপ লিগে ৪–১ ব্যবধানে হারতে হল ভারতকে। যদিও প্রথম সিঙ্গলস জিতে এইচএস প্রণয় ভারতকে এগিয়ে দিয়েছিলেন। বিশ্বের ৭ নম্বর তারকা অ্যান্থনি সিনিসুকা গিনটিংকে ১৩–২১, ২১–১২, ২১–১২ ব্যবধানে হারান প্রণয়। প্রথম গেমে হারলেও দারুণভাবে ঘুরে দাঁড়ান এই ভারতীয় শাটলার।
প্রথম ডাবলসে বিশ্বের ৯ নম্বর জুটি মহম্মদ শহিবুল ফিকরি এবং বাগাস মওলানার সঙ্গে লড়াই দারুণ জমে উঠেছিল সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটির। ১ ঘন্টা ১৭ মিনিটের রোমাঞ্চকর লড়াইয়ে ২৪–২২, ২২–২৪, ২১–১৯ ব্যবধানে জেতে শহিবুল ফিকরি এবং বাগাস মওলানা। ১–১ হয়ে যাওয়ার পর তৃতীয় সিঙ্গলস খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। অল ইংল্যান্ড এবং এশিয়ান চ্যাম্পিয়ন জোনাথান ক্রিস্টির বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করে ২১–১৮, ১৬–২১, ২১–১৭ ব্যবধানে হেরে যান লক্ষ্য সেন।
দ্বিতীয় ডাবলসে এম আর অর্জুনের পরিবর্তে কে সাই প্রতীকের সাথে জুটি বাঁধেন ধ্রুব কপিলা। বিশ্বের ১৩ নম্বর লিও কার্নান্দো এবং ড্যানিয়েল মার্টিন জুটি ২২–২০, ২১–১১ ব্যবধানে সাই প্রতীক–ধ্রুব কপিলা জুটিকে হারিয়ে টাই শেষ করে দেয়। তৃতীয় সিঙ্গলসে কিদাম্বি শ্রীকান্ত চিকো আইরা ওয়ারদোয়োর কাছে ২১–১৯, ২২–২৪, ১৪–২১ ব্যবধানে হেরে যান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!