- মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ২৯, ২০২৪
দুরন্ত ছেলে ও মেয়েরা, থমাস ও উবের কাপের কোয়ার্টার ফাইনালে ভারত

থমাস ও উবের কাপ ব্যাডমিন্টনে দারুণ ছন্দে ভারত। আগের দিনই উবের কাপে কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র পেয়ে গিয়েছিল ভারতীয় মহিলা দল। সোমবার ইংল্যান্ডকে উড়িয়ে পুরুষ দলও থমাস কাপের কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র পেয়েছে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে।
প্রথম সিঙ্গলসে এইচএস প্রণয় ২১–১৫, ২১–১৫ ব্যবধানে বিটি হ্যারি হুয়াংকে উড়িয়ে ভারতকে ১–০ ব্যবধানে এগিয়ে দেন। প্রথম ডাবলসে সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি ২১–১৭, ১৯–২১, ২১–১৫ ব্যবধানে হারান বেন লেন ও শন ভেন্ডি জুটিকে। দ্বিতীয় সিঙ্গলসে কিদাম্বি শ্রীকান্ত ২১–১৬, ২১–১১ ব্যবধানে হারান নাদিম ডালভিকে। ফিরতি সিঙ্গলসে এমআর অর্জুন ও ধ্রুব কপিলা জুটি ২১–১৭, ২১–১৯ ব্যবধানে হারান ররি ইস্টন ও অ্যালেক্স গ্রিনকে।
অন্যদিকে, উবের কাপে গ্রুপ লিগে প্রথম টাইয়ে কানাডাকে ৪–১ ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় টাইয়েও সিঙ্গাপুরকে একই ব্যবধানে উড়িয়ে দেয় ভারতীয় মহিলা দল। পরপর দুটি টাই জিতে গ্রুপ ‘এ’ থেকে কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে ভারতের মেয়েরা।
চীনের ছেংডুতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় গ্রুপ ‘এ’–র দ্বিতীয় দ্বিতীয় টাইয়ের প্রথম সিঙ্গলসে হেরে যান অস্মিতা চালিহা। ২১–১৫, ২১–১৮ পয়েন্টে অস্মিতাকে হারান ইয়েও জিয়া মিন। জিয়াও এন হেং–জিন ইউ জিয়া জুটিকে ২১–১৫, ২১–১৬ পয়েন্টে হারিয়ে সমতা ফেরায় প্রিয়া কোনজেংবাম–শ্রুতি মিশ্র জুটি। দ্বিতীয় সিঙ্গলসে ইশারানি বড়ুয়ার ২১–১৩, ২১–১৬ পয়েন্টে ব্যবধানে হারান ইনসাইরা খানকে। দ্বিতীয় ডাবলসেই ভারতের জয় নিশ্চিত করেন সিমরন সিঙ্ঘি–ঋতিকা থাকের জুটি। উয়াই টিং এলসা লাই–জ্যা মিচেলি জুটিকে হারায় ২১–৮, ২১–১১ ব্যবধানে। তৃতীয় সিঙ্গলসে আনমোল খার্বে ২১–১৫, ২১–১৩ হারান লি জিন ওয়াই মেগানকে।
❤ Support Us