- এই মুহূর্তে
- ফেব্রুয়ারি ২, ২০২২
টিকিট না পেয়ে মনিপুরে বিক্ষোক্ষের আগুন।

বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ল মনিপুরে । ৬০ আসন বিশিষ্ট বিধানসভার ভোটে এর প্রভাব পড়তে পারে । দলের টিকিট না পেয়ে প্রাক্তন বিধায়কদের হাজার হাজার অনুগামী বিজেপির কার্যালয় লণ্ডভণ্ড করে দলীয় পতাকা ও ব্যানারে আগুন ধরিয়ে দেয় ।
মুখ্যমন্ত্ৰী এন বীরেন সিং ও কেন্দ্ৰীয় নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা স্বজন-তোষণ আর পরিবার কেন্দ্ৰিক রাজনীতি করছেন। উল্লেখ করা দরকার, কালি বিজেপিয়ে ঘোষণা কৰা ৬০ জনের প্ৰাৰ্থীর তালিকা থেকে বাদ পড়েছেন এরাবত সিং , শরৎ চন্দ্র ও রামেশ্বর সিং। তাঁদের সমৰ্থকরাই বিজেপি অফিসে ভাঙচুর চালায় । একদল মহিলা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিঙের ছবি সমেত ব্যানার ছিঁড়ে ফেলে ক্ষোভ উগড়ে দেন ।
পাঁচ রাজ্যেই আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থীত্বের দাবিদারদের ক্ষোভের সম্মুখীন হয়েছে বিজেপি । ভোটে এই ক্ষোভের ছায়া পড়া স্বাভাবিক ।
❤ Support Us