- দে । শ
- জুন ৩, ২০২৩
উত্তরপ্রদেশের গাড়িতে ৫৬ লাখের দুহাজারি নোট। ত্রিপুরায় ধূত ৩ দুর্বৃত্ত।এত বড়ো অঙ্কের অর্থপাচারের সঙ্গে মণিপুরের হিংসা যোগ নেই তো ?

অভাবনীয় ঘটনা। ত্রিপুরার ধলাই জেলার আমবাসা থেকে সড়ক পথে অআগরতলার দিকে ছুটিছিল একটি বিলাসবহুল গাড়ি। পুলিস জানতে পারে, গাড়ির ভেতরে রয়েছে কোটি কোটি টাকার দুহাজারি নোট। সঙ্গে ধাওয়া করে গাড়িটিকে থামিয়ে দেন পুলিস কর্মীরা। শুরু হয় তল্লাসি। গাড়ির গোপন চেম্বার থেকে বেরিয়ে আসে থোকা থোকা বান্ডিল। পুলিস গাড়ি, গাড়ির চালকসহ তিনজনকে আটক করে। এদের নাম কিশোর কুমার, রাজকুমার সোনি আর সনু কুমার।কিশোরের বাড়ি উত্তরপ্রদেশে। অন্য দুজন বিহারের বাসিন্দা। গাড়িটির নম্বর এবং রেজিস্ট্রেশন উত্তর প্রদেশের UP-64 AJ-4187।
কোন উদ্দেশে তিন ব্যক্তি বিলাসবহুল গাড়ি ব্যবহার করে বিপুল পরিমাণ টাকা অসম হয়ে ত্রিপুরায় নিয়ে যাচ্ছিল, এর কোনো সদুত্তর দিতে্ পারে নি।দুহাজার টাকার নোটের লেন দেন বন্ধ হয়নি। ব্যঙ্ক এখনো জমা নিচ্ছে। এই সুযোগে টাকা সরাচ্ছে দুর্বৃত্তরা।তিন আটক ব্যক্তিকে পুলিশ লাগাতার জেরা করেছে। দুহাজারি নোট প্রত্যাহারের ঘোষণার পর এত বড়ো অঙ্কের টাকা কোথাও ধরা পড়েনি। উত্তর প্রদেশের গাড়িকে কেন ব্যবহার করল ওই ৩ ব্যক্তি? তারা কি নির্দিষ্ট কোনো রাজনীতি অথবা অপরাধ চক্রের সঙ্গে যুক্ত, প্রশ্ন উঠেছে। পাশেই বাংলাদেশ, মিজোরাম ও মণিপুর সীমান্ত।
মণিপুরের অশান্তি চোরাই অর্থ পাচারের ঘটনাকে রহস্যময় করে তুলছে। মণিপুরে বহুমুখী জঙ্গিদের উপস্থিতি বহুদ্নের। অশান্তিকে নেহাৎ জাতিদাঙ্গা বলা যায় না। অবশ্যই জঙ্গি যোগ রয়েছে। জঙ্গিযোগের সঙ্গে বেআইনি অর্থ আর মাদকপাচারের সংযোগ প্রশ্নাতীত নয়। সত্যের মতোই বাস্তব এবং নাশকতার উৎস।
❤ Support Us