Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ৩, ২০২৪

শনিবার পর্যন্ত দুই বঙ্গে প্রবল বর্ষার পূর্বাভাস, জোড়া ঘূর্ণাবর্তের ঘাড়ে দায় চাপাল হাওয়া অফিস

আরম্ভ ওয়েব ডেস্ক
শনিবার পর্যন্ত দুই বঙ্গে প্রবল বর্ষার পূর্বাভাস, জোড়া ঘূর্ণাবর্তের ঘাড়ে দায় চাপাল হাওয়া অফিস

মঙ্গলবার সারাদিন কেটেছে প্রবল বর্ষণে। বুধবার সকাল থেকেই আকাশের মুখ ভার। বেশ কিছু জায়গায় ইলশেগুঁড়ি বৃষ্টি হয়েছে, তো কোথাও দেখা গিয়েছে হালকা ব্ৃষ্টি। কোথাও সকাল থেকে এক নাগাড়ে একঘেয়ে ব্ৃৃষ্টিপাত হয়ে চলেছে। শহর কলকাতাসহ শহরতলীর বেশ কিছু জায়গায় এমনই ছবি দেখা যাবে আগামী শনিবার পর্যন্ত। অন্তত সেরকমই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহবিদেরা জানিয়েছেন, জোড়া ঘূর্ণাবর্তের জেরে ব্ৃষ্টি আরও বাড়তে পারে। ফলে দক্ষিণবঙ্গে ব্ৃষ্টিপাত চলবে রথযাত্রার আগেরদিন পর্যন্ত। বিহার থেকে অসম পর্যন্ত একটি মৌসুমি অক্ষরেখা স্ৃষ্টি হয়েছে, যা আবার উত্তরবঙ্গের মাথার ওপর দিয়ে চলে গেছে। ফলে সমগ্র উত্তরবঙ্গে এখন প্রায় বানভাসি অবস্থা। অন্য ঘূর্ণাবর্তটি বাংলাদেশ ও তার কাছাকাছি অঞ্চলে আরও একটি ঘূর্ণাবর্ত স্ৃষ্টি হয়েছে, ফলে সমগ্র বাংলায় গোটা সপ্তাহ জুড়ে আকাশ মেঘলা থাকার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার কলকাতার আকাশ সারাদিনই মেঘলা থাকবে। সঙ্গে ব্ৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কমার জন্য গরমের অসহনীয় পরিস্থিতি নেই। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি ও সর্বনিম্ন ২৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৮ ডিগ্রি ছিল। দুই ২৪ পরগণা , বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বৃৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার উল্লিখিত সবকটি জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা ও সংলগ্ন অঞ্চলে বজ্র বিদ্যুতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের মতো উত্ত্্রবঙ্গেও শনিবার পর্যন্ত অতি ভারী ব্ৃৃষ্টিপাতের পুুূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গে সর্ব প্রথম বর্ষার আগমন ঘটেছে উত্তরের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের অসহনীয় গরমের সময় অতি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়েছিল সেখানে। সে পরিস্থিতির বদল এ সপ্তাহেও হবেনা বলেই জানিয়েছে হাওয়া অফিস। কোনও কোনও অঞ্চলে অতিবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ২০০ম মিলিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা, দুই দিনাজপুরে বিক্ষিপ্ত ভারী ব্ৃষ্টির সম্ভাবনা রয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!