- দে । শ
- জুন ৩, ২০২৪
চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দলাই লামার, ২০ জুন পর্যন্ত বন্ধ সমস্ত ধর্মীয় কার্যকলাপ

তিব্বতি ধর্মগুরু চতুর্দশ দলাই লামা চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছেন। আজ সোমবার তাঁর এক্স হ্যান্ডেলে এ কথা জানানো হয়েছে। তিব্বতি গুরু ২০ জুন পর্যন্ত সবরকম আচার অনুষ্ঠান , সভা প্রভৃতি থেকে নিজেকে সরিয়ে রাখবেন, বলে জানা গেছে। তাঁর এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে , মার্কিন যুক্তরাষ্ট্রে তাঁর হাঁটুর চিকিৎসার জন্য যাবেন শান্তিতে নোবেল বিজয়ী। ধরমশালায় ফেরার পর যথারীতি আগেকার কর্মসূচী বহাল থাকবে।
‘দলাই লামা’ একটি ধর্মীয় পদের নাম। চতুর্দশ দলাই লামা হলেন ৮৮ বছরের তেঞ্জিং গিয়াতসো। তিব্বতিরা দলাই লামা নামক পদের ব্যক্তিদের বুদ্ধের পূর্বজন্ম বোধিস্বত্বের পরবর্তী জন্ম অবলোকিতেশ্বরের অবতার বলে মনে করে।
এ বছর ফেব্রুয়ারি মাসে দলাই লামা ধরমশালায় বৌদ্ধদের ‘চত্রুল দুচেন’ নামক অনুষ্ঠানে জাতকের কাহিনীর ওপর বক্তৃতা দিয়েছেন। ৩০০০ তিব্বতি ভক্ত সে সভায় উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে যেমন বৌদ্ধ লামা ছিলেন , তেমনই ছিলেন বিদেশি অভ্যাগতরাও।চত্রুল দুচেন তিব্বতি বছরের প্রথম মাসের পনেরো তম দিন উদযাপিত হয়।
এপ্রিলের শুরুতে ৮৮ বছর বয়সী দলাই লামাকে গৌতম বুদ্ধের স্মৃতি বিজড়িত কপিলাবস্তুর কিছু অবশেষ উপহার হিসেবে হয়। যা সংরক্ষিত ছিল শ্রীলঙ্কার রাজাগুরু শ্রীসুবুথি অয়াস্কাদুয়া বৌদ্ধবিহারে । কপিলাবস্তু বর্তমানে নেপালে অবস্থিত। রাজকুমার সিদ্ধার্থের জন্মস্থান কপিলাবস্তু। পরে রাজপ্রাসাদের ঐশ্বর্য ত্যাগ করে ২৯ বছর বয়সী রাজকুমার বেরিয়ে পড়েন আত্মানুসন্ধানের জন্য। অবশেষে বিহারের গয়ার কাছে একটি পিপুল গাছের তলায় শুরু করেন ধ্যান। যে দিন তিনি বোধিজ্ঞান লাভ করেন, দিনটি ছিল বৈশাখী পূর্ণিমা। বৌদ্ধ ধর্মাবলম্বীরা সেদিনটিকেই বুদ্ধ পূর্ণিমা বলেন। তপস্বী রাজকুমার সিদ্ধার্থই পরবর্তীকালে খ্যাত হন গৌতম বুদ্ধ নামে।
❤ Support Us