Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ২৫, ২০২৩

বিশ্বকাপ ম্যাচের টিকিট নিয়ে ধুন্ধুমার ইডেনে

আরম্ভ ওয়েব ডেস্ক
বিশ্বকাপ ম্যাচের টিকিট নিয়ে ধুন্ধুমার ইডেনে

দিন–কুড়ি আগে বিশ্বকাপ শুরু হয়ে গেলেও ইডেনে এখনও বিশ্বকাপের ঢাকে কাঠি পড়েনি। শনিবার ইডেনে বিশ্বকাপের প্রথম ম্যাচ। মাঠে নামবে বাংলাদেশ ও নেদারল্যান্ড। তার আগে টিকিট নিয়ে ধুন্ধুমার সিএবি–তে। সিএবি–র অনেক সদস্যই টিকিট পাননি। তাই নিয়ে গন্ডোগোল। বুধবার ইডেনের সামনে বিক্ষোভ দেখিয়েছেন সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে আবার ধর্নায় বসার কথা সদস্যদের।

আইসিসি–র নির্দেশে অনলাইনে টিকিট বিক্রি করতে হওয়ায় সিএবি–র হাতে টিকিট সংখ্যা অনেক কমে গেছে। তাই অনুমোদিত সংস্থা, সদস্যদের কোটার টিকিট কমাতে বাধ্য হচ্ছে সিএবি। সিএবি–র পক্ষ থেকে আগেই ঘোষণা করে হয়েছিল, সব সদস্য এবার বিশ্বকাপের টিকিট পাবেন না। সদস্যদের অনলাইনে টিকিট বুক করতে হবে। যেসব সদস্য অনলাইনে আগে টিকিট বুক করবেন, তাঁরাই টিকিট পাবেন।

সিএবি–র বাৎসরিক ও আজীবন সদস্য সংখ্যা প্রায় ১১ হাজার। সিএবি–র পক্ষ থেকে এত কমপ্লিমেন্টারি টিকিট দেওয়া সম্ভব নয়। তাই পুজোর আগে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, সদস্যদের অনলাইনে টিকিট কাটতে হবে। কারণ এবার টিকিটের সংখ্যা সীমিত। ২১ অক্টোবর থেকে সিএবির ওয়েবসাইটে গিয়ে টিকিট কাটতে বলা হয়েছিল। কিন্তু টিকিট কাটতে গিয়ে সমস্যায় পড়তে হয় সদস্যদের। ওয়েবসাইটে সমস্যা দেখা দেয়। অনেকের টিকিট বুক হলেও বুকিং আইডি আসেনি। এই নিয়ে প্রচণ্ড ক্ষিপ্ত সদস্যরা।

সিএবি–র অনেক সদস্যর দাবি, প্রথমে ওয়েবসাইটটি খুলছিল না। পরে খুললেও, অনেকে টিকিট বুক করার পর বুকিং আইডি পাননি। অনেকের বক্তব্য সদস্য হওয়ার জন্য টাকা দিয়েও যদি টিকিট না পান, তাহলে সদস্য থেকে লাভ কী?‌ বরং সিএবি সদস্য ফি ফেরত দিক। সদস্যদের জন্য কত সংখ্যক টিকিট বরাদ্দ হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। টিকিট নিয়ে সিএবি সচিব নরেশ ওঝা বলেন, ‘‌অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে যত সংখ্যক টিকিট সদস্যদের জন্য বরাদ্দ হয়েছিল, তত সংখ্যকই টিকিট অনলাইনে ছাড়া হয়েছে। অনলাইনে টিকিট বুক করা যাচ্ছে। আসলে সবাই একসঙ্গে সাইটে ঢোকায় সমস্যা হয়েছে।’‌

ইডেনে বিশ্বকাপের মোট পাঁচটি ম্যাচ হবে। প্রথম ম্যাচ ২৮ অক্টোবর, নেদারল্যান্ড খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। ৩১ অক্টোবর মুখোমুখি হবে পাকিস্তান–বাংলাদেশ। ৫ নভেম্বর ভারত–দক্ষিণ আফ্রিকা হাইভোল্টেজ ম্যাচ। ১১ নভেম্বর পাকিস্তান–ইংল্যান্ড ম্যাচ। ১৬ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনাল হবে ইডেনে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!