Advertisement
  • ন | গ | র | কা | হ | ন
  • ফেব্রুয়ারি ১৬, ২০২৩

‘অশালীন’ ভিডিওয়ে ক্ষতিগ্রস্ত সামাজিক মূল্যবোধ! গ্রেফতার ইরানি তরুণী। ইরান সরকারের নয়া অভিযানে অসন্তুষ্ট দেশের জাগ্রত বিবেক

আরম্ভ ওয়েব ডেস্ক
‘অশালীন’ ভিডিওয়ে ক্ষতিগ্রস্ত সামাজিক মূল্যবোধ! গ্রেফতার ইরানি তরুণী। ইরান সরকারের নয়া অভিযানে অসন্তুষ্ট দেশের জাগ্রত বিবেক

ছদ্মনাম ব্যবহার করে সামাজিক প্রচারমাধ্যমে বিনোদনমূলক ভিডিও বানাতেন ইরানি তরুণী ওম ফাহাদ। রাষ্ট্রশক্তির রোষানলে পড়ে আপাতত তিনি কারাবন্দী। অভিযোগ, তার ভিডিও কন্টেন্ট অশালীন, যা সামাজিক অবক্ষয়কে ত্বরান্বিত করছে।

ইরানে সম্প্রতি একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি হয়েছে। যাঁদের দায়িত্ব, সামাজিক প্রচারমাধ্যমের সঙ্গে যুক্ত বিভিন্ন প্ল্যাটফর্মগুলোকে পরিমার্জন করা। সংস্কৃতি মন্ত্রকের তত্ত্বাবধানে কাজ করছে এই কমিটি। মন্ত্রকের এক আধিকারিকের কথায়, এই ধরণের ভিডিও পোষ্ট করা কোনো সংগঠিত সামাজিক অপরাধের থেকে কম নয়। সমাজ ও পরিবারের মূল্যবোধের অবক্ষয়ের যথেষ্ট দায়ী সামাজিক মাধ্যম। তাই ইরানের সমাজকে বাঁচাতে কার্যকরী পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। কুরুচিপূর্ণ ভিডিও পোস্ট করা হলে কড়া পদক্ষেপ গ্রহণ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ইতিমধ্যে ওম ফাহাদ ছাড়াও গ্রেফতার হয়েছেন আরও চার জন টিকটকার।আদলতেও তোলা হয়েছে তাদের। তবে বয়সের কথা বিবেচনা করে ছেড়ে দিয়েছে আপাতত তাদের সাজা মকুব করেছে ইরানের আদালত।

ইরান সরকারের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে । দেশের ৯৬০০০ মানুষ এনিয়ে সরকারকে চিঠি পাঠিয়েছেন। অভিনন্দন জানিয়েছেন দেশের মূল্যবোধ ও সংস্কৃতি রক্ষার্থে তাদের এ প্রচেষ্টাকে। জানাচ্ছেন প্রশাসঅনের এক শীর্ষ কর্তা। তবে গণতন্ত্র ও ব্যক্তি স্বাধীনতা হরণের চেষ্টার অরতিবাদে সরব হয়েছেন দেশের শুভবুদ্ধিসম্পন্ন মানুষরা।


  • Tags:

Read by: 50 views

❤ Support Us
Advertisement
homepage billboard publication
Advertisement
homepage billboard publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!