Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ১, ২০২২

চমক, সিঙ্গাপুরের টিম ডেভিড অস্ট্রেলিয়ার টি২০ দলে

এবছর অস্ট্রেলিয়ায় বসবে টি২০ বিশ্বকাপের আসর। বিশ্বকাপের দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। দলে একমাত্র চমক টিম ডেভিড।

আরম্ভ ওয়েব ডেস্ক
চমক, সিঙ্গাপুরের টিম ডেভিড অস্ট্রেলিয়ার টি২০ দলে

এবছর অস্ট্রেলিয়ায় বসবে টি২০ বিশ্বকাপের আসর। বিশ্বকাপের দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। দলে একমাত্র চমক টিম ডেভিড। সিঙ্গাপুরের এই ক্রিকেটারকে হাইজ্যাক করে নিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

সিঙ্গাপুরে জন্ম হলেও অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা টিম ডেভিডের। বাবা–মা অস্ট্রেলিয়ান। দু’‌বছর বয়সে বাবা–মার সঙ্গে অস্ট্রেলিয়ার পার্থে চলে আসেন। কিন্তু সিঙ্গাপুরে জন্ম হওয়ায় সেদেশের জাতীয় দলে খেলার সুযোগ এসে যায় টিম ডেভিডের সামনে। সিঙ্গাপুরের হয়ে ১৪ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন টিম ডেভিড। সংগ্রহে ৫৫৮ রান, গন ৪৬.‌৫০। তাঁর ঝুলিতে চারটি হাফ সেঞ্চুরি। সিঙ্গাপুরে জন্ম হলেও আইসিসি–র নিয়ম অনুযায়ী অস্ট্রেলিয়ার হয়ে খেলতে কোনও বাধা নেই টিম ডেভিডের।
বিভিন্ন দেশে টি২০ লিগ খেলে টিম ডেভিডের খ্যাতি ছড়িয়েছে। শেষ ২ বছরে ৮৬টি টি২০ ম্যাচ খেলেছেন টিম ডেভিড। করেছেন ১৮৭৪ রান। স্ট্রাইক রেট ১৬৮.‌৪০। প্রতি ৪.‌৫ বলে মেরেছেন একটি করে বাউন্ডারি। ১৬ থেকে ২০ ওভারের মধ্যে, অর্থাৎ ডেথ ওভারে স্ট্রাইক রেট ২০৪.‌৮০। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক টিম ডেভিডকে ‘‌আদর্শ ম্যাচ উইনার’‌ বলে। এবছর ফেব্রুয়ারিতে বিপুল অর্থ ব্যয় করে তাঁকে নিলামে তুলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। গত আইপিএলে টিম ডেভিডের স্ট্রাইক রেট ছিল ২১৬.‌২৮।

শুধু আইপিএলেই নয়, পাকিস্তান সুপার লিগ, ইংল্যান্ডের টি২০ ব্লাস্টের নজর কেড়েছিলেন টিম ডেভিড। পাকিস্তান সুপার লিগে করেছিলেন ২৭৮, স্ট্রাইক রেট ১৯৪.‌৪১। টি২০ ব্লাস্টে করেছিলেন ৪০৫, স্ট্রাইক রেট ১৭৪.‌৫৭। অফস্পিন বলও করতে পারেন টিম ডেভিড। বিগ ব্যাশে পার্থ স্করচার্সের হয়ে শুরু করেছিলেন। তবে নজর কাড়তে শুরু করেন হোবার্ট হারিকেন্সে যোগ দেওয়ার পর। টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার এক্স–ফ্যাক্টর হতে পারেন ২৬ বছর বয়সী এই তারকা।

অস্ট্রেলিয়ার টি২০ বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া ক্রিকেটাররা হলেন:‌ অ্যারন ফিঞ্চ (‌অধিনায়ক)‌, প্যাট কামিন্স (‌সহ–অধিনায়ক)‌, অ্যাস্টন অ্যাগর, টিম ডেভিড, জস হ্যাজেলউড, জস ইংলিশ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা। ভারত সফরে এই ১৫ জন ক্রিকেটারের মধ্যে ডেভিড ওয়ার্নার খেলবেন না। তাঁর পরিবর্তে খেলবেন ক্যামেরন গ্রিন।


❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!