- এই মুহূর্তে দে । শ
- মে ২৪, ২০২৪
রাত এগারটা বাজলেও মিলবে মেট্রো, পাতাল রেল কর্তৃপক্ষের সিদ্ধান্তে খুশি জনতা

নিত্যযাত্রীদের জন্য সুখবর। এখন থেকে রাত এগারোটার সময়েও পাওয়া যাবে মেট্রো পরিষেবা। কবি সুভাষ এবং দমদম লাইনে আপাতত এই সুবিধা মিলবে বলে জানা যাচ্ছে। শুক্রবার থেকেই তা চালু হওয়ার কথা। তবে আপাতত পরীক্ষামূলকভাবে তা চালানো হবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানালেন, ব্লু লাইনে আজ রাত থেকে এই বিশেষ পরিষেবা চালু হতে চলেছে। সোমবার থেকে শুক্রবার রাত এগারোটায় কবি সুভাষ ও দমদম থেকে এই পরিষেবা পাওয়া যাবে । মেট্রো থামবে প্রতিটি স্টেশনে। স্মার্ট কার্ড ও টোকেন বিক্রির জন্য সবকটি স্টেশনের টিকিট কাউন্টার খোলা থাকবে। তবে সপ্তাহান্তে শনিবার ও রবিবার রাত ৯ টা বেজে ৪০ মিনিটে শেষ মেট্রোর সময়সূচী অপরিবর্তিত থাকছে। দিনের প্রথম মেট্রোর সময়েও কোনও পরিবর্তন ঘটছেনা।
কলকাতার শেষ মেট্রোর বর্ধিত সময়সীমার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলাও হয়েছিল। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছিল প্রযুক্তিগত সমস্যার কারণে এই পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি । এই মাসেই সেই মামলার নিষ্পত্তি হয়ে যায়। আদালত তাদের নির্দেশ দেয় আগামী ৪ সপ্তাহের মধ্যে মেট্রো কর্তৃপক্ষকে তাদের সিদ্ধান্ত জানাতে হবে। তার মধ্যেই আজ থেকে চালু হওয়া এই বিশেষ সময়সূচী নিয়ে খুশি শহরের নিত্যযাত্রীরা।
❤ Support Us