- এই মুহূর্তে দে । শ
- মে ৬, ২০২৪
নির্বাচনে জিততে সন্দেশখালির নাটক, হাড়োয়ার তৃণমূল কর্মীসভায় বিরোধীদের বিঁধলেন সুজিত

‘বিজেপি দশ বছরে সাধারণ মানুষের জন্য কিছু করেনি। মোদি কেবল বিজ্ঞাপন দিয়ে গেছেন। ওরা কোন রিপোর্ট কার্ড দেখাতে পারবে না।’ বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে হাড়োয়াতে কর্মীসভায় বললেন সুজিত বসু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের আরেক মন্ত্রী রথীন ঘোষ, প্রার্থী হাজি নুরুল ইসলাম, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সরোজ ব্যানার্জি, জেলা যুব তৃণমূলের সভাপতি সমীক রায় অধিকারি প্রমুখ। হাড়োয়ার শাসনে স্বস্তি ভিলেজে কর্মী সভায় তিনি বলেন,‘ওরা ভোটের জন্য সন্দেশখালির নাটক সাজিয়েছিল। বিজেপি সেই চক্রান্ত ফাঁস হয়ে গেছে। মানুষ এবার বিজেপিকে বাংলা ছাড়া করবে।’ সুজিত বসু বলেন, বাঙালির ও বাংলার কৃষ্টি সংস্কৃতিকে ধ্বংস করছে বিজেপি। ফলে কোন ভাবেই বাংলায় বিজেপিকে এক ইঞ্চি জমি দেওয়া যাবে না। তিনি কর্মীদের এককাট্টা হয়ে ভোটের ময়দানে ঝাঁপিয়ে পড়ে নুরুল ইসলামের বিপুল জয় ছিনিয়ে আনার অঙ্গীকার করেন। রাজ্যের মন্ত্রী রথীন ঘোষ বলেন, ‘তৃণমূল কংগ্রেস খাঁটি লোহার মত,যত পেটাবে ততই শক্তিশালী হবে। কেন্দ্রীয় সরকারের বিভাজন কোনভাবেই বাংলার মানুষ মেনে নেবে না। মানুষ মুখিয়ে আছে তৃণমূলকে ভোট দেওয়ার জন্য।’ বসিরহাট লোকসভা নির্বাচনী কোর কমিটির অন্যতম সদস্য এ কে এম ফারহাদ বলেন, তৃণমূল কর্মীরা মাঠে নেমে প্রিয় প্রার্থী হাজি শেখ নুরুল ইসলামের জয়কে নিশ্চিত করতে বদ্ধপরিকর। এদিন সভায় সিপিএম এবং আইএসএফ সম্পর্কে তৃণমূল নেতারা কর্মীদের সতর্ক করে বলেন, সিপিএম, আইএসএফ তলায় তলায় বিজেপির হয়ে কাজ করছে। বিজেপিও ওদের পেছেনে অর্থ ঢালছে। বুথে সিপিএম, আইএসএফের এজেন্টরা বিজেপির সুরে সুর মেলাবে। ফলে কোন প্ররোচনায় পা দেবেন না।
❤ Support Us