Advertisement
  • দে । শ
  • সেপ্টেম্বর ২, ২০২৪

বাংলা বিরোধী প্রচার, তিন সংবাদমাধ্যম কে বয়কটের সিদ্ধান্ত শাসক দলের

আরম্ভ ওয়েব ডেস্ক
বাংলা বিরোধী প্রচার, তিন সংবাদমাধ্যম কে বয়কটের সিদ্ধান্ত শাসক দলের

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে, বাংলাবিরোধী প্রচার ও মদত দেওয়ার অভিযোগে তিনটি বাংলা খবরের চ্যানেলকে বয়কট করার ঘোষণা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, পার্টির প্রতিনিধি হিসাবে কোনো ব্যক্তিকে পার্টির তরফ থেকে এই তিনটি চ্যানেলে পাঠানো হবে না। তারা ওই টুইট এর মাধ্যমে এও জানান, এই আর জি করের ঘটনাকে কেন্দ্র করে এই সংবাদ মাধ্যমগুলির ওপর দিল্লির ‘জমিনদারের’ চাপ ও তাদের তুষ্ট করার জায়গাটাও তাদের দল বুঝতে পারছে।

গত কয়েকদিনে দেখা গেছে, ওই সংবাদ মাধ্যমগুলির বিভিন্ন অনুষ্ঠানে তৃণমূলের প্রতিনিধিদের বিভিন্ন বক্তব্য রাজ্য জুড়ে নিন্দা ও বিতর্কের ঝড় তৈরি করেছে। তৃণমূল কংগ্রেসের মুখপত্র কুনাল ঘোষের আর জি কর কান্ডের সময়কালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ প্রসঙ্গে করা বিভিন্ন মন্তব্য দলের মধ্যেই তৈরি করেছে অস্বস্তি। তৃণমূলের এই টুইটার পোস্টের ঠিক ২ দিন আগেই উপরিউক্ত চ্যানেলগুলির একটিতে লোকসভার একজন মন্ত্রী, তৃণমূল কংগ্রেসের সদস্য কাকলি ঘোষ দস্তিদারের একটি মন্তব্যে তুমুল বিতর্ক তৈরি হয়। তিনি ওই অনুষ্ঠানে ইঙ্গিত করেন সি পি এম সরকারে থাকাকালীন সময় মহিলা ডাক্তাররা ‘কোলে বসে পাশ করত’। লিঙ্গ সাম্যের অধিকার চেয়ে, তিলোত্তমার ধর্ষক ও খুনিদের শাস্তির দাবি চেয়ে, সমস্ত কর্মক্ষেত্রের নিরাপত্তার দাবি চেয়ে যখন গোটা দেশ উত্তাল, তখন এরূপ মন্তব্য শাসক মহলে বেশ চাপ তৈরি করে।

এই কারণে, এই মন্ত্রী পরবর্তীতে তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ক্ষমাও চান।
এই টুইটার পোস্টটিতে আরো যুক্ত করা হয় যে, এই অনুষ্ঠানগুলিতে কোনো একক সমর্থক বা ব্যক্তির করা কোনো মন্তব্য পার্টি অনুমোদিত নয়, পার্টি এমন কোনো মন্তব্যকে তাই স্বীকার করে না। তার সাথে এও যুক্ত করা হয় যে, পশ্চিমবাংলার মানুষ ‘প্রোপাগান্ডা’কে নয়, সত্যকেই বেছে নেবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!