Advertisement
  • দে । শ
  • এপ্রিল ৬, ২০২৩

রাজ্যের বকেয়া টাকা চাইতে কেন্দ্রীয় মন্ত্রীর দপ্তরে তৃণমূল সাংসদরা। দেখা না পেয়ে রাস্তায় নেমে আন্দোলনের হুমকি অভিষেকের

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজ্যের বকেয়া টাকা চাইতে কেন্দ্রীয় মন্ত্রীর দপ্তরে তৃণমূল সাংসদরা। দেখা না পেয়ে রাস্তায় নেমে আন্দোলনের হুমকি অভিষেকের

পঞ্চায়েত নির্বাচনের আগে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে কোমরবেঁধে প্রচারে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে তৃণমূল সাংসদদের প্রতিনিধিদল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দফতরের মন্ত্রী গিরিরাজ সিংয়ের কাছে মনরেগা-সহ অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পগুলিতে রাজ্যের বকেয়া পাওনা প্রসঙ্গে আর্জি জানাতে যান। তবে গিরিরাজ সিংয়ের দেখা ওঁরা পাননি। কেন্দ্রীয় মন্ত্রীর দেখা না পেয়ে তৃণমূল সাংসদরা রাজ্যের বকেয়া টাকা নিয়ে কথাবার্তা বলেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দফতরের আধিকারিকদের সঙ্গে।

সূত্রের খবর, গতকাল ওই প্রতিনিধিদলের নেতৃ্ত্ব ছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। ওই প্রতিনিধি দলে ছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এছাড়াও ছিলেন মহুয়া মৈত্র, দোলা সেন প্রমুখ। সাংবাদিকদের কাছ্ বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের অভিযোগ, কেন্দ্র মনরেগা প্রকল্পের টাকা না দেওয়ায় বাংলার ১৭ লক্ষ পরিবার বিপাকে পড়েছে। এটা বরদাস্ত করবে না তৃণমূল।

অভিষেকের হুমকি, আগামী ১০ থেকে ১২ দিন আমরা অপেক্ষা করবো। এর ভিতর কেন্দ্রীয় সরকার মনরেগা-সহ অন্য কেন্দ্রীয় প্রকল্পগুলিতে রাজ্যের বকেয়া টাকা না মেটালে এবার রাস্তায় নেমে আন্দোলন করবে তৃণমূল।

তৃণমূল সাংসদদের অভিযোগ, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দফতরের মন্ত্রী গিরিরাজ সিং বুধবার তৃণমূল সাংসদদের সঙ্গে দেখা করবেন বলেও শেষপর্যন্ত দেখা করেননি। এই পরিস্থিতিতে উত্তেজনা দেখা দেয়। সংসদ ভবন থেকে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করতে গিয়ে তাঁর দেখা না পেয়ে রুষ্ট তৃণমূল সাংসদরা এই হুমকিও দেন, গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা না করে তাঁরা মন্ত্রকের কার্যালয় থেকে সরবেন না। এরপর কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতরের আধিকারিকরা পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন।

সূত্রের খবর, তৃণমূল সাংসদদের ওই প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রকের আধিকারিকরা। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের দেখা না পেলেও তাঁর দফতরের আধিকারিকদের হাতে দাবিদাওয়া সম্বলিত স্মারকলিপি তুলে দেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা।

সূত্রের খবর, স্মারকলিপিতে বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর মে মাসে এবং জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লিখিতভাবে জানিয়েছিলেন, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের পাওনা মেটানো হোক। এরপরেও কোনও কাজ হয়নি।

তৃণমূল সাংসদদের ওই প্রতিনিধি দলের দাবি, চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত মনরেগা-সহ অন্য কেন্দ্রীয় প্রকল্পগুলিতে রাজ্যের বকেয়া দাঁড়িয়েছে ১২ হাজার ৩০০ কোটি টাকা। আবাস যোজনার টাকাও আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!