Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১৭, ২০২৪

বোসের পদত্যাগ চেয়ে রাজভবন অভিযান তৃণমূলের শিক্ষা সেলের

আরম্ভ ওয়েব ডেস্ক
বোসের পদত্যাগ চেয়ে রাজভবন অভিযান তৃণমূলের শিক্ষা সেলের

রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগ চেয়ে শুক্রবার রাজভবন অভিযান করল তৃণমূলের শিক্ষা সেল। মিছিল শুরু হয়েছিল রাণী রাসমণি অ্যাভিনিউ থেকে। তারপর তা রওনা দেয় রাজভবনের উদেশ্যে।

এদিকে রাজভবনে পৌঁছনোর আগেই আন্দোলনকারীদের আটকে দেয় কর্তব্যরত পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় আন্দোলনকারীদের। এর ফলে তৃণমূলের শিক্ষা সেলের সভাপতি মহিদুল ইসলাম-সহ বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। অন্যদিকে ব্যারিকেড ভেঙে এগোনোর জন্য আন্দোলনকারী একাধিক শিক্ষককে আটক করেছে পুলিশ।

তৃণমূল সমর্থিত শিক্ষক ওয়েবকুপার সদস্য শিক্ষিকা শর্মিষ্ঠা দেবশর্মা বলেন, রাজ্যপাল পদের অসম্মান করেছেন। এই ধরণের রাজ্যপাল যত তাড়াতাড়ি বাংলা থেকে বিদায় নেবেন ততই মঙ্গল। পাশাপাশি তাঁর দাবি, রাজ্যপালের মত মানুষ আচার্য পদে আসীন হলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাই বাকি কি করে সুরক্ষিত থাকবে?
ওয়েবকুপার অন্যতম সদস্য মণিশঙ্কর মণ্ডলের মতে, সংবিধানের রক্ষাকবচ ব্যবহার করে উনি যা খুশি তাই করতে পারেননা। রাজ্যপালের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের তদন্ত চেয়ে তাঁরা তাঁর পদত্যাগ দাবি করেন।

প্রসঙ্গত, অস্থায়ী কর্মীর আনা শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে কয়েক দিন আগেই একটি সিসিটিভি ভিডিও ফুটেজ জনতার সামনে প্রকাশ করে  রাজভবনের । ওই ঘটনার এক সপ্তাহের মধ্যেই একজন নৃত্যশিল্পী রাজ্যপালের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনেন।ভিডিও ফুটেজ প্রসঙ্গে  বিরোধীদের অভিযোগ , রাজ্যপাল নিজের চেম্বারের ভিডিও ফুটেজ কেন প্রকাশ করছেন না?

এদিকে গতকাল রাজ্যপাল গিয়েছিলেন হাজরা চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে । সেখানে তাঁর উদ্দেশ্যে কিছু পড়ুয়া ‘শেম শেম’ বলে বিক্ষোভ দেখান।

এর আগে, শ্লীলতাহানি কান্ডে  সিভি আনন্দ বোসের পদত্যাগ দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, ‘রাজভবনে আমি আর যাচ্ছি না। ডাকলে রাস্তায় গিয়ে দেখা করে আসব। এই কীর্তি-কেলেঙ্কারির পর আপনার পাশে বসাটাও পাপ।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!