Advertisement
  • ন | গ | র | কা | হ | ন প্রচ্ছদ রচনা
  • ডিসেম্বর ২৩, ২০২৩

লোকসভা নির্বাচনের আগে বাড়তি গুরুত্ব জনসংযোগে, বছর শুরুতেই একগুচ্ছ কর্মসূচি মুখ্যমন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
লোকসভা নির্বাচনের আগে বাড়তি গুরুত্ব জনসংযোগে, বছর শুরুতেই একগুচ্ছ কর্মসূচি মুখ্যমন্ত্রীর

২০২৪-এর শুরুতে একগুচ্ছ কর্মসূচি নিয়ে ময়দানে নামছে রাজ্যের শাসকদল তৃণমূল। ঠিক হয়েছে, লোকসভা ভোটের প্রচার আপাতত ছোট ছোট পথসভা, জনসভা দিয়েই শুরু হবে।  আগামী ২৭ তারিখ উত্তর ২৪ পরগনার চাকলায় লোকনাথধামে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৮ ডিসেম্বর উত্তর ২৪ পরগণায় দলের জেলা কমিটির বৈঠকে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর আগামী ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে নিয়ম মতো আলাদা কর্মসূচি থাকছে দলের, সেই অনুষ্ঠানে থাকবেন দলনেত্রী।

২০২৪ -এর লোকসভা নির্বাচনের আগে জেলায় জেলায় জোরদার কর্মসূচি নিয়েছে তৃণমূল। কোনও এলাকার এবং সম্প্রদায়ের মানুষ যাতে এই কর্মসূচিতে বাদ না পড়ে সেইভাবে কর্মসূচি সাজাতে বলা হয়েছে দলকে। এর মধ্যে জন-পরিষেবা দেওয়ার কাজও শুরু করে দিয়েছেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়। দার্জিলিং, আলিপুরদুয়ার-সহ পাহাড়, ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায় পরিষেবা প্রদানের কাজ ইতিমধ্যে সেরে ফেলেছেন মুখ‌্যমন্ত্রী। একবার ভোট ঘোষণা হয়ে গেলে পরিষেবা দেওয়ার কাজ আটকে যেতে পারে। সেই কারণেই জানুয়ারি, ফেব্রুয়ারির মধ্যে প্রায় সমস্ত জেলা ঘুরে একদিকে পরিষেবা প্রদান এবং  জনসংযোগের কাজ সেরে নিতে চাইছেন মুখ‌্যমন্ত্রী।

এই পর্বে মুখ‌্যমন্ত্রীর গঙ্গাসাগর সফর, বইমেলা উদ্বোধন রয়েছে। আগামী ১৮ জানুয়ারি বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এসব কাজ মিটলে ফের উত্তরবঙ্গ সফরে যাবেন তৃণমূল নেত্রী। উত্তরবঙ্গ সফরে কোচবিহার, জলপাইগুড়ি-সহ আরও কিছু জেলা সেরে বাঁকুড়া, পুরুলিয়ায় যাবেন মুখ্যমন্ত্রী।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!