- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ২৬, ২০২৪
আম্বেদকরকে নিয়ে শাহর কুমন্তব্য, মিনাখাঁয় বিশাল ধিক্কার মিছিল তৃণমূলের

বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের অপমানজনক মন্তব্যের প্রতিবাদে সোচ্চার হয়েছে সুন্দরবন লাগোয়া ব্লকগুলি। ব্লকে ব্লকে প্রতিবাদ সভা, মিছিল, স্লোগান, পোস্টারিংয়ের মাধ্যমে লাগাতার কর্মসূচিতে পথে নেমেছে তৃণমূল। এদিন উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় বিশাল মিছিল করে তৃণমূল। মিনাখাঁর ব্রাহ্মণচক থেকে মিছিলের নেতৃত্ব দেন স্থানীয় বিধায়ক ঊষারানি মন্ডল, জেলা পরিষদের পরিষদীয় দলনেতা মৃত্যুঞ্জয় মন্ডল , সিরাজুল ইসলাম প্রমুখ। বি আর আম্বেদকর সম্পর্কে অমিত শাহের মন্তব্য দেশের দলিত মানুষদের অপমান। গোটা দেশ এই মন্তব্য শুধু মর্মাহত নয় প্রতিবাদে সরব।
বাংলার মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কুমন্তব্যের প্রতিবাদে রাজ্য জুড়ে তৃণমূল কর্মীদের পথে নেমে প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। আজ, সোমবার বেলা ২ টো থেকে ৩ টে শহরের প্রতিটি ওয়ার্ড এবং জেলায় জেলায় প্রতিটি ব্লকে ধিক্কার মিছিলের ডাক দেন। তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার নেতা কর্মীরা এদিন সর্বত্র মিছিল করেন। মিনাখাঁয় বড় মিছিল হয় বিধায়ক ঊষারানি মন্ডল ও মৃত্যুঞ্জয় মন্ডলের নেতৃত্ব। ব্রাহ্মণচক থেকে সোনাপুকুর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা মিছিল ছিল অমিত শাহ বিরোধী স্লোগানে মুখর। জেলা পরিষদের দলনেতা মৃত্যুঞ্জয় মন্ডল বলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে পিছিয়ে পড়া সম্প্রদায়ের একজন নেতা, ভারতের পবিত্র সংবিধানের রচয়িতা বি আর আম্বেদকরকে নিয়ে যে মন্তব্য করেছেন তার প্রতিবাদে কয়েক হাজার মানুষ ধিক্কার জানাতে পথে নেমেছি।
❤ Support Us