Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ৩, ২০২৪

“কলকাঠি” নেড়ে “মমতা-অভিষেক” জুটি ভাঙা যাবে না, সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেবাংশুর

আরম্ভ ওয়েব ডেস্ক
“কলকাঠি” নেড়ে “মমতা-অভিষেক” জুটি ভাঙা যাবে না, সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেবাংশুর

তৃণমূল দলে মমতা বন্দ্যোপাধ্যায়- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই। এর সবটাই বিরোধীদের কারসাজি। এই দাবিকে সামনে রেখে বুধবার নিজের ফেসবুকে একটি গুরুত্বপূর্ণ ছবি ও ছন্দ মিলিয়ে চারটি লাইন পোস্ট করেছেন তৃণমূল আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু তাঁর পোস্টে লিখেছেন,  “যতই নাড়ো কলকাঠি, ভাঙতে পারবে না এই জুটি”, এই লেখার নিচে একটি ছবি, তাতে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পোস্টে ছবির ওপর লেখা ছাড়াও দেবাংশু আরও লিখেছেন,
“শত্রু যতই শক্তি ধরুক
পেশি দেখাক ‘দুঃসময়’
ক্লাইম্যাক্সে ভালোবাসাই;
জিতিয়ে দেবে ঠিক তোমায়..”

দেবাংশু ভট্টাচার্য  বুধবার যখন এই পোস্ট পোস্ট করে বোঝাতে চেয়েছেন, দলে মমতা-অভিষেক দূরত্ব বলে কোনও কিছু নেই। তখন ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা সওকত মোল্লা জানিয়েছেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার প্রচারে ফিরছেন স্বমহিমায়।”

এদিকে এখনও তৃণমূলে নবীন-প্রবীণ দ্বন্দ্ব কাটেনি। তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী মঙ্গলবার বলেছেন, “পুরোনো সফটওয়ার বদলে নতুনদের হাতে দল ছাড়লেই সারা ভারতে  তৃণমূলের গ্রহণযোগ্যতা বাড়বে।” এদিকে নারায়ণ বিশ্বাসের এই বক্তব্যের বিরোধিতা করে প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায় মঙ্গলবার বলেছেন, “আইনস্টাইন তাঁর প্রথম জীবনে যে সূত্র আবিষ্কার করেছিলেন তিনি প্রবীণ হওয়ার পর কি কেউ বলতে পারে সেই সূত্র কার্যকর নেই? ইন্টেলেক্চুয়াল প্রপার্টিজের মূল্যায়ন এ ভাবে হয় না। আমরা কি শ্রমিক যে বয়েস হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের শ্রমশক্তি হ্রাস পাচ্ছে। মেধাশক্তি, বয়েসের সঙ্গে সঙ্গে আরও পরিণত হয়।”

তাৎপর্যপূর্ণ ভাবে এর আগে কুণাল ঘোষ সুব্রত বক্সীর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে একটি বক্তব্যকে কেন্দ্র করে প্রবীণ এই তৃণমূল নেতা ও রাজ্য সভাপতিকে নিশানা করে কটূক্তি করেছিলেন। বলেছিলেন, সুব্রত বক্সীর শব্দ প্রয়োগ ঠিক নয়। “অভিষেক যদি প্রচারে আসে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ এবং জোড়া ফুল চিহ্নকে সামনে রেখেই প্রচার করতে হবে”, সুব্রত বক্সীর এই বক্তব্যের পর কুণাল ঘোষ বলছেন কেন এই কথা বলছেন? অভিষেক ১০০ শতাংশ দায়িত্ব নিয়ে দলটার নেতৃত্ব দিচ্ছেন।”

তবে এ পর্যন্ত তৃণমূলের নবীন-প্রবীণ বা মমতা-অভিষেক দ্বন্দ্ব নিয়ে তৃণমূলের নেতা-মন্ত্রী-সাংসদ-বিধায়ক ছাড়া অন্য কেউ কোনও মন্তব্য করেননি। তাহলে কি দলের কেউ “মমতা-অভিষেক জুটি” ভাঙার জন্য “কলকাঠি” নাড়ছেন? দেবাংশুর এই পোস্ট সেই বিতর্কই  উস্কে দিচ্ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!