- দে । শ
- এপ্রিল ৮, ২০২৪
অ্যাকাউন্টে বাড়তি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, তৃণমূলের ভোট প্রচারে বাড়ছে মহিলাদের ভিড়

কথা রেখেছেন মমতা। লক্ষ্মীর ভাণ্ডারের বাড়তি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেল। সেই আনন্দে উদ্বেল ঘরের লক্ষ্মীরা। সেই সুযোগটিই নিল তৃণমূলের কালনা শহরের মহিলা সংগঠন। লক্ষ্মীর ভাণ্ডারের প্রতীক হাতে নিয়ে বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারের সমর্থনে কালনা শহরের ১০নং ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইলেন সংগঠনের সদস্যরা। সাড়াও পেলেন যথেষ্ট। লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত ভাতা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার ঘটনাটি ‘সেলিব্রেট’ করতে নাদনঘাটের দক্ষিণ শ্রীরামপুর বারোয়ারিতলায় সভা করল সংশ্লিষ্ট ব্লক তৃণমূল। সভায় ভাতা প্রাপকদের ভিড় ছিল চোখে পড়ার মত। সভায় হাজির হয়ে এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ‘মমতা ব্যানার্জি যে কথা দেন, তা যে অক্ষরে অক্ষরে পূরণ করেন, তা আরও একবার প্রমাণিত হল। ১০০ দিনের বকেয়া মজুরি কেন্দ্র সরকার দেয়নি। মমতাদি প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিশ্রুতি পালন করেছেন। আবাস যোজনা প্রকল্পের যে টাকা কেন্দ্র সরকারের দেওয়ার কথা, সেটা না দিলে মমতাদি দেবেন বলে কথা দিয়েছেন, সে কথাও রাখবেন।’ সেইসঙ্গে জুড়ে দেন, ‘মোদিজির প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেওয়া বা বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি কতটা পালিত হয়েছে, সেটা জনগণ ভালই জানেন।’ তৃণমূলের রাজ্য মহিলা সংগঠনের সহ-সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আরতি খান, ‘লক্ষ্মীর ভাণ্ডারের বাড়তি টাকা ঢোকায় আমাদের প্রচারে বাড়তি মাত্রা জুড়বে। আমাদের প্রার্থী ডাঃ শর্মিলা সরকার রেকর্ড ভোটে জিতবেন।’
উল্লেখ্য, নতুন বছরের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাজেটে ঘোষণা করেছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ বাড়ানো হবে। সাধারণ সম্প্রদায়ের মহিলারা মাসে ৫০০ টাকার বদলে ১,০০০ টাকা করে পাবেন। আর তফসিলি জাতি ও উপজাতির মহিলারা ১,০০০ টাকার বদলে ১,২০০ টাকা করে পাবেন। সেই টাকা অ্যাকাউন্টে ঢুকতেই গ্রাম ও শহরের মহিলারা আনন্দে মেতে ওঠেন। লক্ষ্মীর ভাণ্ডারের প্রতীক হাতে নিয়ে কালনা শহরের বাড়ি বাড়ি প্রচার করতে দেখা যায় তৃণমূলের মহিলা নেতা-কর্মীদের। প্রচারে নামা অপর্ণা ব্যানার্জি নামে এক মহিলা বলেন, ‘মুখ্যমন্ত্রী বাংলার মহিলাদের পাশে দাঁড়াতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ডবল করে দিয়েছেন। সেই টাকা হাতে পেয়ে মহিলারা ভীষণভাবে উপকৃত। তাই তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারের সমর্থনে আমরা বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছি।’
❤ Support Us