Advertisement
  • দে । শ
  • ডিসেম্বর ৯, ২০২৩

গিরিরাজের “ঠুমকা” মন্তব্যের জের, কেন্দ্রীয় মন্ত্রীর জামা খুলে নেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা আবদুর রহিম বক্সী !

আরম্ভ ওয়েব ডেস্ক
গিরিরাজের “ঠুমকা” মন্তব্যের জের, কেন্দ্রীয় মন্ত্রীর জামা খুলে নেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা আবদুর রহিম বক্সী !

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অশালীন মন্তব্য করে এবার মালদা তৃণমূল সভাপতি আবদুর রহিম বক্সীর রোষানলে পড়লেন  কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং। আবদুর রহিম বক্সী বলেছেন, গিরিরাজ সিংয়ের জামা খুলে নেব। কোনও ধানের জমিতে মোষ ঢুকে গেলে লাঠি দিয়ে তাড়াতে হয়। বাংলার বিজেপি নেতা-নেত্রীদেরও লাঠিপেটা করে করবা।

আবদুর রহিম বক্সী বলেন, “কোনও ধানের জমিতে মোষ ঢুকে গেলে লাঠি দিয়ে তাড়াতে হয়, পশ্চিমবঙ্গের মানুষ সেভাবে লাঠিপেটা করে বিশ্বাসঘাতক বঙ্গ বিজেপিকে তাড়াবে’। সেই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর জামা খুলে নেওয়ার হুঁশিয়ারি দেন মালদার তৃণমূলের জেলা সভাপতি।

তৃণমূল নেতার এই মন্তব্যের পাল্টা জবাবও দিয়েছেন জেলা বিজেপি নেতৃত্ব। মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেছেন, মানুষই ওদের লাঠিপেটা করবে !

মঙ্গলবার ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান নেতাজি ইন্ডোরে আয়োজিত হয়। ওই অনুষ্ঠানে অভিনেতা সলমন খান, পরিচালক মহেশ ভাট, অভিনেত্রী সোনাক্ষী সিনহাদের নাচের সঙ্গে নাচের তালে পা মেলান মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়েই মমতা বন্দ্য়োপাধ্য়ায় সম্পর্কে বিতর্কিত মন্তব্য় করেন নরেন্দ্র মোদির মন্ত্রিসভার গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেন, “পুরো বাংলা দুর্নীতিতে ডুবে রয়েছে। গরিবের অধিকার কেড়ে নিয়ে দুর্নীতি হচ্ছে বাংলায়। কিন্তু, ফিল্ম ফেয়ারে সলমন খানের সঙ্গে ঠুমকা করছেন মুখ্যমনন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা খুবই দুর্ভাগ্য়ের।”
গিরিরাজ সিংয়ের “ঠুমকা” মন্তব্যের জেরে বিতর্কের উত্তপ্ত হয়ে ওঠে বঙ্গ থেকে জাতীয় রাজনীতি। বিজেপিকে নারী বিদ্বেষী বলে আক্রমণ করে পথে নামে  তৃণমূল। হাজরে তৃণমূলের মহিলা বিধায়করা গানের তালে যুথবদ্ধ ভাবে নেচে প্রতিবার করেন। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “এটা আমাদের সংস্কৃতি। নাচ হবে।” বিধানসভায় প্রতিবাদ করেন তৃণমূল বিধায়করা। মন্ত্রী শশী পাঁজা গিরিরাজ সিংয়ের মন্ত্রিসভা থেকে বহিষ্কারের দাবি জানান। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে বহিষ্কারের দাবিতে সংসদ চত্বরে গান্ধিমূর্তির পাদদেশে ধর্নায় বসেন তৃণমূলের মহিলা সাংসদরা।
এই আবহেই আবদুর রহিম বক্সী তৃণমূলের একটি সভায়  গিরিরাজ সিংকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “জেনে রাখো বাংলার মাটি মালদায় তোমাকে পেলে তোমার জামা খুলে প্রমাণ করে দেব। বাংলার মাটি অপদার্থতা বরদাস্ত করে না।”

গিরিরাজের মন্তব্যে যখন তোলপাড় রাজনীতি, তখন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ব্যাখ্যা, “ভাষা এক এক জায়গার এক একরকম হয়। ঠুমকা লাগানো মানে নাচছিলেন। আমরা বাংলায় যাকে নাচা বলি। মমতা বন্দ্য়োপাধ্য়ায় তো নাচছিলেন। গিরিরাজ তো মিথ্য়ে কথা বলেননি। তবে, এটা তো ঠিকই, একজন মুখ্য়মন্ত্রী এই সময় পান কী করে যে তিনি সলমন খানের সঙ্গে নাচতে পারেন ? এত এনার্জিই বা আসে কোথা থেকে?”
তবে “ঠুমকা” বিতর্কে এ পর্যন্ত যে যা বলেছেন সবার সব উক্তিকে চাপিয়ে গেল আবদুর রহিম বক্সীর মন্তব্য।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!