- দে । শ
- মে ২৭, ২০২৪
দুর্যোগ মোকাবিলায় মানুষের পাশে থাকুন, বার্তা অভিষেকের

একজন মানুষ যেন অভুক্ত না থাকে। কেউ যেন সমস্যায় না পড়েন। ২৪ ঘন্টা রাজনৈতিক কর্মসূচি বন্ধ রেখে দুর্যোগ কবলিত এলাকায় থাকুন । ‘রেমাল’ মোকাবিলায় মানুষের পাশে থাকুন দলের কর্মীদের বার্তা অভিষেকের। প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও বাদুড়িয়া অভিষেক ব্যানার্জির জনসভায় উপচে পড়ল মানুষের ভিড়। আবহাওয়া খুব খারাপ। ঝড় বৃষ্টির সম্ভবনা রয়েছে।
বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে বাদুড়িয়ার যদুরহাটি বোয়ালমারি মাঠে জনসভায় এদিন অভিষেক বলেন, এই যে ঘুর্ণি ঝড় আসছে আগে তৃণমূল কর্মীরা আপনার নিরাপদ জায়গায় নিয়ে যাবে, খাবার ব্যবস্থা করবে, ত্রাণ পৌঁছে দেবে। তৃণমূল কর্মীরা বিপদে আপদে তৃণমূল কর্মীরা আছে। ঝড়ের প্রভাব যেখানে পড়বে একেকটা মানুষের প্রাণ আমাদের কাছে মনিমুক্তর মত। কোন রাজনৈতিক কর্মসূচি থাকে আগামী ২৪ ঘন্টা কোন রাজনৈতিক কর্মসূচি দরকার নেই। মানুষের যাতে অসুবিধা না হয়, কেউ অভুক্ত না থাকে, কোন বাচ্চা, মহিলা, প্রবীন নাগরিকের যাতে কোন সমস্যা না হয় এটা দেখার জন্য তৃণমূলের সব কর্মীদের অনুরোধ করব।নিজের জীবন প্রাণ বিপন্ন করে আমাদের কর্মীরা মানুষের পাশে থাকবেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন, মন্ত্রী সুজিত বসু, পার্থ ভৌমিক, জেলা চেয়ারম্যান সরোজ ব্যানার্জি, বিধায়ক নারায়ন গোস্বামী, সুকুমার মাহাতো, সপ্তর্ষি ব্যানার্জি অভিষেক বলেন, সন্দেশখালির প্রকৃত সত্যটা বেরিয়ে গেছে। অপানাদের ভোট ১ জুন। গননা ৪ জুন ।
ওইদিন ফল বেরবে । কিন্ত ভোটের ফল বেরনোর আগে সন্দেশখালির প্রকৃত সত্যটা সামনে চলে এসেছে। তাই আমি মনে করি ভোটের ফল ৪ জুন নয় আপনাদের ভোটের ফল বেরিয়ে গেছে ৪ মে। যখন সন্দেশখালির ভিডিও জনসমক্ষে এসেছে, যেখানে বিজেপির মন্ডলের সভাপতি পরিস্কার বলছে বলছেন যে সন্দেশখালিতে কোন ধর্ষণ হয়নি, কোন ঝামেলা হয়নি,। তৃণমূল কর্মীদের ফাঁসানোর জন্য বিজেপি নেতারা , বিজেপির রাজ্য নেতৃত্ব ও কেন্দ্রীয় নেত্বত্বের কথায় মহিলাদের ২ হাজার টাকা দিয়ে ধর্ষণের মত মারাত্মক আপরাধের ভুয়ো অভিযোগ থানায় জমা করিয়ে বাংলার ৫ কোটি মহিল সম্ভ্রম দিল্লিতে লুট করেছে। আগামী দিনের ভোট শুধু আমাদের প্রার্থীকে জেতানোর ভোট নয়। যারা মহিলাদের সম্মান লুট করে বিজেপির গুন্ডারা বিজেপির বদমাইশ লোকেরা বাংলার ১০ কোটি মানুষের সন্মান দেসের ১৪০ কোটি মানুষের কাছে বিক্রি করেছে তাদের এমনভাবে জবাব দিতে হবে যাতে আগামী ১০ বছর যেন তারা সন্দেশখালির মাটিতে পা না রাখতে পারে। ৬ দফায় এদের মাথা হাত ওদের মেরুদন্ড ভেঙে গুড়িয়ে দিয়েছে। তিনি বলেন, শেষ দফায় বসিরহাট আর ডায়মন্ড হারবারের একই দিনে ভোট। আমি বলেছি ডায়মন্ড হারবারে ব্যবধান ৪ লক্ষ হবে। আপনাদের বসিরহাটের ব্যবধান সাড়ে ৩ লক্ষ করতে হবে।
এই লড়াই বহিরাগতদের বিতাড়িত করার লড়াই। যারা ১০ বছর বাংলার মানুষকে নিপিড়িত, বঞ্চিত করে রেখেছে তাদের উচিত শিক্ষা দেওয়াল লড়াই। এই বিজেপি নেতারা আপনাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিতে চাইছে। বিজেপির কোচবিহারের নেত্রী বলছেন বিজেপি জিতলে ৩ মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। আপনারা ভয় পাবেন না বিজেপি জিতবে না। তৃণমূল জিতবে। লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না। তৃণমূল যতদিন আছে আমরা বুক দিয়ে লক্ষ্মী ভান্ডার আগলে রাখব। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি চাইলেও লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না। তিনি বলেন, ১ তারিখে যখন ভোট দিতে যাবেন মাথায় রাখবেন বিজেপির সরকারের মেয়াদ আর ৩ দিন। ৪ তারিখে দিল্লিতে পরিবর্তন হচ্ছে । কেউ আটকাতে পারবে না। আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডারে ১ হাজার টাকা দিচ্ছে মোদি সরকার গ্যাসের দাম বাড়িয়ে লক্ষ্মীর ভন্ডারের টাকাটা কেটে নিয়ে দিল্লিতে নিয়ে যাচ্ছে। অভিষেক বলেন, ৬ দফা ভোটে ওদের দফা রফা হয়ে গেছে। শেষ দফার ভোটে ওদের কফিনে শেষ পেরেকটা পুতবে উত্তর দক্ষিণ ২৪ পরগনা আর কলকাতার মানুষ। তিনি বলেন, ওদের ঔদ্ধত্য, দম্ভ কোথা পৌঁছেছে লোকসভার ভোট চাইছে, আর বলছে আমাদের ভোট দাও রাজ্যের নির্বাচিত সরকার ভেঙে দেব!
❤ Support Us