চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম পর্যন্ত মিছিল শেষে নন্দীগ্রামের সভা থেকে শুভেন্দু অধিকারীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বললেন, নন্দীগ্রামের মানুষ যদি চায় এই গদ্দার বাড়ি থেকে বার হতে পারবে না। রাত ৯টা ২০ মিটিটে নন্দীগ্রাম থেকে সভা করে এই কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, “আগামীদিন নন্দীগ্রাম দূষণ মুক্ত হতে চলেছে। ইডি, সিবিআই দিয়ে ভয় দেখানো হচ্ছে। নন্দীগ্রামের মাটি অধিকারীদের ঘাঁটি নয়, তৃণমূলের ঘাঁটি। চাইলে ওদের ঘর থেকে বার হওয়া বন্ধ করে দেব। বিজেপির মেয়াদ আর এক বছর।”
এদিকে অভিষেকের এই চ্যালেঞ্জ প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, “চ্যালেঞ্জ গ্রহণ করলে তো চ্যালেঞ্জ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিজেপি, অধিকারী পরিবারকে চ্যালেঞ্জ করার মতো জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছয়নি।”
অভিষেক এদিন বলেন, “আমি আজ যখন মিছিলে হাঁটছি তখন অনেক মানুষ আমার কাছে বলেছে গদ্দারের বিরুদ্ধে। আমি এখানে বলে যাচ্ছি, আপনাদের গায়ে কেউ হাত দিলে আমি এখানে আসব। কোনও ভয় পাবেন না। নন্দীগ্রামে লোডশেডিং করে জিতেছে। এখানে আবার ভোট হলে তৃণমূল বিপুল ভোটে জিতবে।”