Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ২২, ২০২৩

নবজোয়ারের ২৬ তম দিনে কোতলপুরে অভিষেক।দেখা করলেন ইন্দাস-এ বজ্রপাতে আহতদের সঙ্গে

আরম্ভ ওয়েব ডেস্ক
নবজোয়ারের ২৬ তম দিনে কোতলপুরে অভিষেক।দেখা করলেন ইন্দাস-এ বজ্রপাতে আহতদের সঙ্গে

গত শুক্রবার সিবিআই-র ডাকে সারা দিতে নবজোয়ার যাত্রা ছেড়ে বাঁকুড়ার সোনামুখী থেকে সভা সেরে সোজা কলকাতায় ফিরেছিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোনামুখী ছাড়ার সময় তিনি বলে এসেছিলেন, “২২ তারিখ আবার ১০ গুণ বেশি শক্তি নিয়ে যাত্রা শুরু করবো।” অভিষেক কথা রাখলেন। সোমবার, ২২ মে তিনি প্রথমে ইন্দাস-এ বজ্রপাতে আহতদের বাড়ি গিয়ে দেখা করেন। এই কর্মসূচি তাঁর গত শুক্রবারই ছিল । তবে সিবিআই-র ডাকে শনিবার সকাল ১১ টার সময় নিজাম প্যালেসে হাজিরায় উপস্থিত হওয়ার জন্য তিনি শুক্রবার বিকেলে বাঁকুড়া ছেড়ে কলকাতায় রওনা হন। তাই এই কর্মসূচি বাতিল হয়।

সোমবার কলকাতা থেকে বাঁকুড়া এসেই প্রথমে অভিষেক যান বজ্রাঘাতে আহতদের বাড়ি। অভিষেককে দেখে আহতদের পরিবারের লোকেরা তাঁকে বুকে জড়িয়ে ধরেন। তিনি যে কোনও রকম বিপদে, সমস্যায় তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। বলেন, “যে কোনও রকমের প্রতিকূল পরিস্থিতিতে আমরা মানুষের বিপন্ন মানুষের পাশে দাঁড়াব।”

এর পর তিনি তাঁর ২৬ তম নবজোয়ার যাত্রার জন্য কোতলপুরে বিশাল রোড শো’ তে অংশ নেন। এই রোড শো’তে উপস্থিত তৃণমূল কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল নজর করার মতো। অভিষেককে দেখে তৃণমূল সমর্থকরা তাঁর নামে জয়ধ্বনি দিতে শুরু করেন। পুরুষ-মহিলা নির্বিশেষে বিপুল জনসমাগম হয়েছিল এই রোড শো’ তে। অভিষেক হাত তুলে রোড শো’তে উপস্থিত জনতার সঙ্গে সৌহার্দ বিনিময় করেন। তখন তৃণমূল কর্মী-সমর্থকদের মুখে জয় বাংলা ধ্বনি। অভিষের হাতজোড় করে জনতাকে প্রণাম জানান।

এই রোড শো’ তে প্রাণের স্পন্দন ছিল নজর করার মতো। এই গরমে বাঁকুড়ার তীব্র দাবদাহকে উপেক্ষা করে একবার দলের নেতাকে দেখার জন্য রাস্তার পাশে প্রচুর মানুষের ভিড় ছিল। অভিষেক শনিবার সিবিআই জেরার শেষে নিজাম প্যালেসের বাইরে দাঁড়িয়ে বলেছিলেন, “আমার নবজোয়ার যাত্রাকে বানচাল করার জন্য আমায় ডেকেছে, আমি সোমবার ১০গুণ বেশি শক্তি নিয়ে এই যাত্রা আবার শুরু করব”, সেটা সোমবার অভিষেক  প্রমাণ করে দিলেন।


  • Tags:
❤ Support Us
আশ্রয় গ | ল্প রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি। পর্ব ১২ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
হিরণবালা । পর্ব ১২ ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!