Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ১৮, ২০২৪

কর্মবিরতি তুলে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আবেদন অভিষেকের

আরম্ভ ওয়েব ডেস্ক
কর্মবিরতি তুলে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আবেদন অভিষেকের

আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ কমিশনার, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার অপসারণসহ একগুচ্ছ দাবি করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের অধিকাংশ দাবিই মেনে নিয়েছে রাজ্য সরকার। কয়েকটা দাবি অবশ্য মানা হয়নি। বাকি দাবিগুলি পূরণের জন্য এখনও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। আজ আবার বৈঠকের জন্য আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে ইমেল করেছেন। এই পরিস্থিতিতে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার জন্য কড়া বার্তা পাঠিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক ব্যানার্জি।

জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে এক্স–এ অভিষেক লিখেছেন, ‘‌নিরাপত্তার বিষয় নিয়ে প্রথম দিন থেকে আমি ডাক্তারদের উদ্বেগ সমর্থন করেছি। আমি সবসময় মনে করেছি, উদ্বেগের বেশিরভাগই বৈধ এবং ন্যায্য। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এবং গতকাল সুপ্রিম কোর্র্টে রাজ্য সরকারের জমা দেওয়া তথ্য অনুসারে, পশ্চিমবঙ্গের মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পরিকাঠামোগত উন্নয়নসহ ডাক্তারদের নিরাপত্তা ও নিরাপত্তার উন্নতির জন্য বেশিরভাগ ব্যবস্থাই চলছে। আশা করা হচ্ছে ১৪ দিনের মধ্যেই কার সম্পন্ন করা হবে। উপরন্তু, সরকার স্বাস্থ্য দফতর এবং কলকাতা পুলিশের কিছু উচ্চপদস্থ আধিকারিকদের বদলির জন্য তাদের দাবিকে মান্যতা দিয়েছে। এই পরিস্থিতিতে ডাক্তারদের এখন ধর্মঘট তুলে নেওয়া উচিত এবং জনগণের সেবা করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সহযোগিতামূলকভাবে কাজ করা উচিত।’‌
জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি তুলে নেওয়ার পাশাপাশি সিবিআইয়ের তদন্তের অগ্রগতি নিয়েও প্রশ্ন তুলেছেন অভিষেক ব্যানার্জি। এমনকী, সিবিআই–কে খোঁচা দিতেও ছাড়েননি তিনি। এক্স–এ অভিষেক লিখেছেন, ‘‌সিবিআইকে জবাবদিহি করতে হবে। দোষীদের দ্রুত শাস্তি প্রদান করতে হবে। কোনও অপরাধী যেন রেহাই না পায়, তা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। যদিও এই ব্যাপারে সিবিআইয়ের রেকর্ড নিজেই কথা বলে। গত ১০ বছরে তারা একটা তদন্তও সম্পন্ন করেনি। ন্যায়বিচার বিলম্বিত হলে তা অস্বীকার করারই সমান।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!