Advertisement
  • এই মুহূর্তে ন | গ | র | কা | হ | ন
  • মার্চ ১৫, ২০২৩

চিঠি পাঠিয়ে ইডি-র সদর দফতরে হাজিরা এড়ালেন সুকন্যা

আরম্ভ ওয়েব ডেস্ক
চিঠি পাঠিয়ে ইডি-র সদর দফতরে হাজিরা এড়ালেন সুকন্যা

ইডি তলবে দিল্লি যাচ্ছেন না অনুব্রত কন্যা। বুধবার রাজধানীতে ইডি-র সদর দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল বীরভূমের তৃণমূল জেলা কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। সুকন্যা ইডি-র দফতরে কেন হাজিরা দিচ্ছেন না, তা নিয়ে জল্পনা চলছে।

মঙ্গলবার রাতে কলকাতায় ইডি গ্রেফতার করেছে অনুব্রত মণ্ডলের হিসেবরক্ষক মণীশ কোঠারিকে। মণীশের গ্রেফতার হওয়ার সঙ্গে সুকন্যার ইডি দফতরে হাজিরা না দেওয়ার কোনও সম্পর্ক আছে কিনা এদিন সকাল থেকে জল্পনা চলেছে এনিয়েও। সুকন্যা মেল করে ইতিমধ্যে ইডিকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।

গরুপাচার কান্ডে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা টাকার হিসেব নিয়ে জিজ্ঞাসাবাদের উত্তর দিতে এর আগে একাধিকবার রাজধানীতে ইডি-র সদর দফতরে তলব হয়েছে অনুব্রত তনয়ার। গত বছরের ২৭ অক্টোবর প্রথমবার সুকন্যা মণ্ডলকে তলব করেছিল ইডি।কিন্তু সেবারও হাজিরা এড়িয়ে যান তিনি। এরপর ২০২২ সালের নভেম্বরে সুকন্যা ইডি-র দফতরে হাজিরা দেন লাগাতার তিনদিন। সেইসময়ে তাঁকে টানা জেরাও করেন ইডির গোয়েন্দারা। প্রসঙ্গত, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা লাগাতার দাবি করেছেন, অনুব্রত কন্যা সুকন্যার নামেও কোটি কোটি টাকার সম্পত্তির খোঁজ মিলেছে। এছাড়া তাঁর নামে রয়েছে বেশ কয়েকটি সংস্থাও।

গত নভেম্বরে রাজধানীতে ইডির জেরায় গোয়েন্দাদের প্রশ্নের জবাবে সুকন্যা বলেন, এবিষয়ে তিনি কিছু বলতে পারবেন না। তাঁর বাবাই উত্তর দিতে পারবেন। জিজ্ঞাসাবাদের সময়ে গোয়েন্দাদের কোনও কোনও প্ৰশ্নের উত্তরে সুকন্যা এও জানান, অনুব্রতর হিসেবরক্ষক মণীশ কোঠারি বিষয়টা জানেন।

ইডি-র গোয়েন্দারা গত নভেম্বর মাসে দাবি করেন, ব্যবসা কিংবা তাঁর নামে থাকা সংস্থাগুলি নিয়ে মুখ খোলেননি সুকন্যা। সুকন্যার কোটি কোটি টাকা আয়ের উৎস কী সেবিষয়ও ইডির গোয়েন্দাদের কাছে এখনও পরিষ্কার নয়।


  • Tags:

Read by: 102 views

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage billboard publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!