Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ৪, ২০২৩

আইপিএলের টিকিট জাল, নদীয়া থেকে গ্রেফতার এক তৃণমূল নেতা

আরম্ভ ওয়েব ডেস্ক
আইপিএলের টিকিট জাল, নদীয়া থেকে গ্রেফতার এক তৃণমূল নেতা

আইপিএলের জাল টিকিট তৈরি করে চড়া দামে বিক্রির অভিযোগে বিক্রম সাহা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা। নদীয়ার তাহেরপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এলাকায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত। বিক্রম সাহা তাহেরপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি। বিক্রম সাহার মা–কেও গ্রেপ্তার করেছে পুলিশ।

২০ এপ্রিল ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ ছিল। এই ম্যাচে ব্যাপক টিকিটের চাহিদা ছিল। ওই ম্যাচের জাল টিকিট ছাপিয়ে ক্রিকেটপ্রেমীদের কাছে বিক্রি করেছিলেন বিক্রম সাহা। জাল টিকিট বিক্রি করে বেশ কয়েক লক্ষ টাকা তোলেন। মূলত ময়দানের কালোবাজারীদের মাধ্যমেই জাল টিকিট বিক্রি করা হয়েছিল। দর্শকরা টিকিট নিয়ে খেলা দেখতে গিয়ে জানতে পারেন সেগুলি জাল টিকিট। কোনও টিকিটের বারকোড না মেলায় পুলিশের সন্দেহ হয়। পুলিশ টিকিট পরীক্ষা করে নিশ্চিত হয় যে, টিকিটগুলি জাল।

এরপরই ময়দান থানায় অভিযোগ দায়ের হয়। জাল টিকিট নিয়ে যারা ইডেনে ঢোকার চেষ্টা করছিলেন, তাদের জেরা করে জানা যায়, কাদের কাছ থেকে টিকিটগুলি কিনেছেন। সেই সূত্র ধরে তদন্ত চালিয়ে লালবাজারের গোয়েন্দা বিভাগের গুন্ডাদমন শাখার আধিকারিকরা নারকেলডাঙার মহিলা বেবি বেগম ও তাঁর ছেলে মহম্মদ ওয়াসিমকে গ্রেপ্তার করে। এই দুজনকে জেরা করে আরও বেশ কয়েকজনের নাম বেরিয়ে আসে। তাদের গ্রেপ্তার করে জেরা করতেই বিক্রম সাহার নাম উঠে আসে। তিনিই জাল টিকিট তৈরি করে অন্যদের হাতে তুলে দিয়েছিলেন।

বুধবার তাহেরপুর থেকে বিক্রম সাহাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার কর্তারা। এরপর তাকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়। বিক্রম সাহাকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। তাকে জেরা করে অরিন্দম বিশ্বাস বলে এক ব্যক্তির নাম জানতে পেরেছে পুলিশ। তিনিই কম্পিউটারে জাল টিকিটগুলি তৈরি করতেন। তাঁকেও গ্রেপ্তার করা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!