- এই মুহূর্তে দে । শ
- মার্চ ২৮, ২০২৪
ইডি ডাকে সাড়া দিলেন না মহুয়া মৈত্র, ব্যস্ত থাকলেন প্রচারের কাজে
ইডির ডাকে সাড়া দিলেন না তৃণমূলের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্র। দিল্লিতে হাজিরা না দিয়ে নিজের লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরে প্রচারে ব্যস্ত থাকলেন তিনি। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত হাজিরা দেবেন না বলেও ইডিকে বার্তা পাঠিয়েছেন মহুয়া মৈত্র।
বিদেশি মুদ্রা সংক্রান্ত আইন লঙ্ঘন করার অভিযোগের তদন্তের জন্য আজ বৃহস্পতিবার মহুয়া মৈত্রকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সকাল ১১টার মধ্যে তাঁকে ইডির দিল্লি অফিসে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু ইডির সেই নির্দেশ পালন করেননি মহুয়া মৈত্র। তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন নিজের কেন্দ্রেই নির্বাচনী প্রচারের কাজে ব্যস্ত থাকবেন।
মহুয়া মৈত্র ইডিকে বলেছেন, লোকসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তাঁকে যেন হাজিরার নির্দেশ না দেওয়া হয়। তৃণমূলের এই বহিষ্কৃত সংসদ সংবাদ মাধ্যমকে বলেন, “আজ সারাদিন নিজের কেন্দ্রেই প্রচারের কাজে ব্যস্ত থাকব।” এদিন সকাল সাড়ে নটা নাগাদ কৃষ্ণনগরের বাড়ি থেকে বেরিয়ে নিজে লোকসভা কেন্দ্রের অধীন কালীগঞ্জ বিধানসভা এলাকায় প্রচারে যান মহুয়া মৈত্র। এই বিধানসভার নয়াচর গ্রামে একটা ছোট জনসভাও করেন। মহুয়া মৈত্রর সঙ্গে তার বন্ধু ব্যবসায়ী দর্শন হীরানান্দাণীকেও তলব করেছিল ইডি।
বিদেশি মুদ্রা সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগের আগে মহুয়া মৈত্রের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগের তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। গত শনিবার মহুয়া মৈত্র বেশ কয়েকটি ঠিকানায় তল্লাশি চালায় সিবিআই। তারপরেই ইডির হাজিরা হওয়ার নির্দেশ মহুয়া মৈত্রকে।
❤ Support Us