Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ১৮, ২০২৩

রাজধানীতে মুকুল। দুটি নিখোঁজ ডায়েরি দায়ের পুত্র শুভ্রাংশুর

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজধানীতে মুকুল। দুটি নিখোঁজ ডায়েরি দায়ের পুত্র শুভ্রাংশুর

সোমবার সন্ধ্যা থেকে হদিশ মিলছিল না তৃণমূল নেতা মুকুল রায়ের। মুকুলবাবুর ছেলে শুভ্রাংশু রায় এখবর জানানোর পর থেকে উদ্বেগ ছড়িয়েছে। এরপর দিল্লিতে হদিশ মিলেছে মুকুলের। মুকুল কেন গোপনে দিল্লি গেলেন, তা নিয়ে চলেছে জল্পনা। জল্পনা চলেছে, কী সেই ব্যাপার, যা নিজের পরিবারের সদস্যদের কাছেও ভাঙতে চাননি মুকুল।

দিল্লি বিমানবন্দরে নেমে মুকুল রায় সাংবাদিকদের জানান, দিল্লিতে এমনিই এসেছেন তিনি। এছাড়া বিশেষ কোনও উদ্দেশ্য নেই। দিল্লিতে তিনি কাজ না মেটা পর্যন্ত থাকবেন বলে জানিয়েছেন। তবে কী কাজ, সেটা খোলসা করেননি।

মুকুল বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে দেখা করবেন কিনা সেনিয়ে চলছে জল্পনা। সম্প্রতি বিজয়বর্গীয়র সঙ্গে দেখা করার পরিকল্পনায় সায় দেননি মুকুলপুত্র শুভ্রাংশু। এরপর পরিবারকে না জানিয়েই দিল্লিতে উপস্থিত মুকুল। এদিকে মুকুলপুত্র শুভ্রাংশু বিমানবন্দর থানায় ও বীজপুর থানায় ততক্ষণে দুটি নিখোঁজ ডায়েরি করেছেন।

গতকাল বীজপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায় জানান, তাঁর বাবা সল্টলেকের বাড়িতে ছিলেন। সেখান থেকেই নিখোঁজ হয়েছেন। গতকাল দিল্লির বিমান ধরার কথা ছিল মুকুলবাবুর। ওইদিনই রাত ৯টা নাগাদ দিল্লিতে পৌঁছনোর কথা ছিল।

প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায় একসময়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোদ্ধা ছিলেন। ২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালবদলে মুকুল রায় গুরুত্বপূর্ণ পালন করেছেন। পরে ২০১৭ সালে দলের সঙ্গে বিরোধের জেরে মুকুলবাবু তৃণমূল থেকে বিজেপি যোগ দেন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে লড়ে জয়ী হলেও ফের তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন করেন।

মুকুলের নিখোঁজ হওয়ার খবরের সঙ্গে তাঁর দিল্লিগামী বিমানের একটি টিকিট ভাইরাল হয়। মুকুলপুত্র শুভ্রাংশু জানান, গতকাল বাবার সঙ্গে দু’জন লোক এসে দেখা করেছিলেন তাঁদের সল্টলেকের বাড়িতে। ওঁদের সঙ্গেই বেরিয়ে যান মুকুল। তবে ওই দুই ব্যক্তি কারা, এসম্পর্কে কিছু জানা যায়নি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!