- এই মুহূর্তে দে । শ
- মার্চ ২৯, ২০২৪
মোদির বিরুদ্ধে নির্বাচনী বিধিবঙ্গের অভিযোগ তৃণমূলের
এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নির্বাচনী বিধিবঙ্গের অভিযোগ করল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের দাবি, কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সঙ্গে ফোনে কথা বলার মাধ্যমে নির্বাচনী বিধিভঙ্গ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। মোদির বিরুদ্ধে নির্বাচনী বিধিবঙ্গের অভিযোগ নিয়ে এসে রাজ্য নির্বাচন আধিকারিকের কাছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমৃতা রায়ের সঙ্গে কথা বলার সময় রাজ্যে আর্থিক দুর্নীতিতে বাজেয়াপ্ত হওয়া তিন হাজার কোটি টাকা ক্ষতিগ্রস্তদের মধ্যে বন্টন করার প্রতিশ্রুতি দেন। এছাড়া অমৃতা রায়ের পূর্বসূরী রাজা কৃষ্ণচন্দ্রের কথাও মোদি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অমৃতা রায়কে বলেন, “রাজা কৃষ্ণচন্দ্র না থাকলে আমরা কেউ হিন্দু হতে পারতাম না।” সেই কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
নির্বাচনের প্রাক্কালে মোদির এই আর্থিক ক্ষতিপূরণের প্রতিশ্রুতি ও ধর্মীয় কথাবার্তা নির্বাচনের বিধিভঙ্গ হয়েছে বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। তার ভিত্তিতেই নির্বাচন কমিশনে দ্বারস্থ হয়েছে। নির্বাচন কমিশনের চিঠি পাঠিয়ে প্রধানমন্ত্রীকে সতর্ক করার দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেই নয়, কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের বিরুদ্ধেও নির্বাচন কমিশনে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। যদিও বিজেপির নেতা শুভেন্দু অধিকারী তৃণমূলের এই অভিযোগকে গুরুত্ব দিচ্ছেন না।
❤ Support Us