- দে । শ প্রচ্ছদ রচনা
- আগস্ট ১০, ২০২৪
যৌন নির্যাতনকারীদের দ্রুত শাস্তি বিধানে আইন সংশোধনের দাবি তুললেন অভিষেক
হত্যা এবং যৌন নির্যাতনকারীদের শাস্তিবিধানে এবার আইন সংশোধনের দাবি তুললেন অভিষেক বন্দোপাধ্যায় । শনিবার ডায়মন্ডহারবারে প্রশাসনিক বৈঠক থেকে তিনি বলেন আরজি করে কর্তব্যরত চিকৎসক ছাত্রীর হত্যার ঘটনা মর্মান্তিক । অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ । তবে ভবিষ্যতে দেশের কোথাও যাতে এমন মর্মান্তিক ঘটনা না ঘটে, তার জন্য দোষীদের শাস্তি বিধানে কঠোর আইন আনা উচিত ।
প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, ‘কোনো কন্যার মৃত্যু রাজনীতির বিষয় হতে পারে না । কেন্দ্রে এখন বিজেপির সরকার । রাজ্য বিজেপির উচিত ফ্ল্যাগ হাতে ধর্ণায় না বসে, কেন্দ্র সরকারকে চিঠি লেখা । যাতে এধরণের ঘটনায় দোষীদের এমন কঠিন শাস্তি হয় এবং ন্যায় বিচারের প্রক্রিয়া যেন দীর্ঘকালীন না হয়, তার সমাধান করতে হবে দ্রুত । দেশের আইনি শিথীলতার সুযোগ নিয়েই এধরনের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে । নির্ভয়া হয়েছে, উন্নাও হয়েছে, হাথরাস হয়েছে, তবু এধরনের নক্কারজনক ঘটনাকে রোধ করা যায়নি । বিলকিস বানু মামলায় প্রথমে তো দোষীরাই ছাড়া পেয়ে গিয়েছিল, পরে শীর্ষ আদালতের হস্তক্ষেপে ওর এখন জেলে । সমাজে এইধরনের ঘৃণ্য আচরণকারীদের বেঁচে থাকার কোনো অধিকার নেই । আমরা যদি সত্যি এই ধরনের সমস্যার সমাধান চাই তবে আইনসভায় আইন বদলের দাবি পেশ করতে হবে । কেন্দ্রের ক্ষমতাসীন দল কী অর্ডিন্যান্স করে নতুন অধ্যাদেশ আনতে পারে না, যাতে সাতদিনের মধ্যে এধরনের অপরাধিদের শাস্তি হয় । এরকম প্রস্তাব এলে সংসদে তৃণমূল সমর্থন করবে, অন্যান দলেরও উচিত ঘৃণ্য অপরাধীদের দ্রুত শাস্তির দাবিতে সংসদে প্রস্তাব এলে তাতে সমর্থন করা । দেশের যেকোনো জায়গায়তেই এধরনের ঘটনা ঘটা লজ্জার । ‘ সমষ্টিগত ভাবে এই ধরণের অন্যায়ের বিরুদ্ধে সরব হতে হবে । তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক এবং ডায়মন্ডহারবারের সাংসদ আরো বলেন, আমি ব্যক্তিগত ভাবে মনে করি, এধরনের অন্যায় যাঁরা করেন তাদের এনকাউন্টার করে মেরে দেওয়া উচিত । সমাজে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই । পাশাপাশি তিনি বলেন, হাসপাতালে কর্তব্যরত ডাক্তারদের সুরক্ষায় যাঁরা নিয়োজিত তাদেরও আরো সজাগ থাকা প্রয়োজন, যাতে রাতে অবাধে যে কেউ হাসপাতাল চত্ত্বরে প্রবেশ করতে না পারে । আর ঘৃণ্য অপরাধীদের কোনো পেশাগত বা জাতিগত পরিচয় হতে পারে না । সর্বঅর্থেই সমাজে তারা ঘৃণিত, নিন্দীত ।
❤ Support Us