- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ৮, ২০২৫
‘এসআইআর আতঙ্কে’ মৃতদের পরিবারের পাশে অভিষেক, আর্থিক সহায়তা দিতে বিশেষ কমিটি গঠন
রাজ্য জুড়ে ‘এসআইআর আতঙ্কে’ একের পর এক প্রাণহানির অভিযোগ সামনে আসছে। নির্বাচন কমিশন আর কেন্দ্র সরকারের বিরুদ্ধে পথে নেমেছে তৃণমূল। এবার মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে বিশষ পদক্ষেপ নিচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, তিনি নির্দেশ দিয়েছেন, একটি বিশেষ কমিটি গঠন করা হবে, যা এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করবে এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করবে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা ‘এসআইআর আতঙ্কে’ ইতিমধ্যেই রাজ্যের ১৬ জনের মৃত্যুর অভিযোগ উঠেছে। ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায়, বহু ভোটারদের মধ্যে আতঙ্ক আরো বাড়ছে। এই পরিস্থিতিতে বিশেষ কমিটি গঠন করে মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমিটির নেতারা বাড়ি বাড়ি গিয়ে মৃতদের পরিবারের সঙ্গে কথা বলবেন, প্রয়োজনীয় সাহায্য করবেন এবং অভিষেকের তত্ত্বাবধানে এই কার্যক্রম সম্পন্ন হবে।
এর আগে ৪ নভেম্বর, ‘এসআইআর’ শুরুর দিনেই বিরোধীয়তায় পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতা-কর্মীরা। কলকাতায় মহামিছিলের পর জোড়াসাঁকোতে এক সভায় অভিষেক বলেছেন, ‘আগে মানুষ সরকারকে বাছত, আজ সরকার বেছে নিচ্ছে ভোটার।’ তিনি আরও জানান, ‘এসআইআর আতঙ্কে’-র কারণে একজন যোগ্য ভোটারকেও বাংলার বাইরে সরানো যাবে না এবং প্রয়োজনে তিনি বিষয়টি দিল্লিতে তুলে ধরবেন। অভিষেকের দাবি, গত নির্বাচনে বারবার বিজেপি বাংলায় মুখ থুবড়ে পড়ার পর প্রতিশোধস্পৃহা থেকে ‘এসআইআর’-কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে কেন্দ্র সরকার আর তাতে সহায়তা করছে জাতীয় নির্বাচন কমিশন। এমন পরিস্থিতিতে মানুষের পাশে থাকার লক্ষ্যে তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। জানা যাচ্ছে, নবগঠিত এই কমিটি মৃতদের পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি মানসিক পর্যায়ে পাশে থাকবে, সমর্থন দেবে। এই পদক্ষেপের মাধ্যমে মৃতদের পরিবারকে দলের কাছাকাছি আনবার চেষ্টা করে ‘এসআইআর’ বিরোধীতাকে আরো তীব্র আর সক্রিয় করতে চাইছে রাজ্যের শাসক দল, এমনই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।
❤ Support Us








