- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ২১, ২০২৪
দিল্লিতে ইডি সদর দফতরে দেব।শুরু জিজ্ঞাসাবাদ
গরু পাচার মামলায় দিল্লিতে ইডি সদর দফতরে হাজিরা দিলেন তূণমূলের অভিনেতা, সাংসদ দেব । তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে ।
আজ দিল্লিতে এগারোটা নাগাদ ইডি অফিসে পৌঁছোন দেব । জিজ্ঞাসাবাদ শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল সাংসদ বলেন, দুবছর আগে এই মামলায় যখন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল, এসেছিলাম । আমি জ্ঞানত কারোর কাছ থেকে অন্যায়ভাবে ১ টাকাও নিইনি, ফলে এনামুল হক থেকে টাকা নেওয়ার যে অভিযোগ উঠছে তা সত্য নয় । আমি তাকে চিনি না । এরপর সাংবাদিকরা প্রশ্ন করেন, ইডি ডাকলে অনেকেই সময় চান, আপনি চাইলেন না কেন ? দেব বলেন, আমি শ্যুটিং বাতিল করে এখানে এসেছি । কেউ অন্যায় করেছেন কিনা, তার উত্তর সবচেয়ে ভালে তিনি নিজেই জানেন । আমি চুরি করিনি, তাই আমার ভয় নেই । আমি শুরুতেই বলেছিলাম, খুব জটিল পরিস্থিতি না হলে ইডি আমায় ডাকলে আসব, তাই এসেছি । রাজনীতি ছেড়ে দেবেন বলেছিলেন, ফের তূণমূলে ফিরে যাওয়ার জন্যই কী কেন্দ্রীয় এজেন্সির এই তলব । এই প্রশ্নের উত্তর এদিন এড়িয়ে যান ঘাটালের সাংসদ ।
এদিকে রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই দেবকে দিল্লিতে তলব করেছে ইডি । এপ্রসঙ্গে রাজ্য বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন কে চুরি করেছে কে কেরেনি আমারা জানিনা । তবে এই তদন্তে দীর্ঘসূত্রিতা মানুষকে ক্লান্ত করছে । তূণমূলের ওপর আস্থা হারাচ্ছে মানুষ, ফলে দেব এবং দৈত্য এখন মানুষের কাছে এক । তারা এই তদন্তের নিরপেক্ষ ফলাফল চায় ।
২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি নিজ়াম প্যালেসে দেবকে প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই । গরু পাচারকাণ্ডে তদন্তে এক সাক্ষীকে জেরা করার সময় তার নাম উঠে আসে । এরপর গতবছর নিয়োগ দুর্নীতিতে দেব যোগের অভিযোগ করেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ । পাশাপাশি গরু পাচারকাণ্ডে ধৃত এনামুল হকের সঙ্গে ঘাটালের সাংসদের আর্থিক লেনদেন নিয়েও তার অভিযোগ ছিল ।এপ্রসঙ্গে দেব বলেছিলেন, হিরণের কাছে তথ্যপ্রামাণ থাকলে ইডি বা সিবিআইয়ের কাছে যান হিরণ ।
❤ Support Us