Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ৬, ২০২৪

তিনটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ থেকে সরে দাঁড়ালেন দেব। সাংসদ পদ থেকেও কী ইস্তফা, উঠছে প্রশ্ন

আরম্ভ ওয়েব ডেস্ক
তিনটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ থেকে সরে দাঁড়ালেন দেব। সাংসদ পদ থেকেও কী ইস্তফা, উঠছে প্রশ্ন

কাঁথিতে এক দলীয় বৈঠকের পর বিজেপি নেতা শুভেন্ধু অধিকারী বলেছিলেন, ‘‌অপেক্ষা করুন, দেব সাংসদ পদ থেকে পদত্যাগ করে কিনা দেখে নিন।’‌ শনিবার পশ্চিম মেদিনীপুরের জেলাশাসককে চিঠি দিয়ে বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান, ঘাটাল রবীন্দ্র মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি এবং ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন দেব। কেন তিনি এই তিনটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ থেকে সরে দাঁড়ালেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।

দেবের অনুগামীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি। তাঁর লোকসভা এলাকার বিভিন্ন জায়গায় দেবের বিরুদ্ধে পোস্টার লাগানো হয়েছে। তৃণমূলের একটা সূত্র থেকে জানা গেছে, পুলিশ প্রশাসনের কাছে ও দলের সর্বোচ্চ মহলে তাঁর বিরুদ্ধে নিয়োগ সংক্রান্ত এবং আর্থিক দুর্নীতির অভিযোগ জমা পড়েছে। প্রশাসনের উচ্চ মহল থেকে ফোন আসার পর নাকিই দেব ওই তিন গুরুত্বপূর্ণ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের ই–মেলে পদত্যাগপত্র পাঠিয়ে দেন।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুরোধে ঘাটাল কেন্দ্র থেকে লোকসভা ভোটে দাঁড়ান দেব। পরের লোকসভা ভোটেও লড়াই করে জেতেন। তাঁর নাম করে বেশ কয়েকবছর ধরে আর্থিক প্রতারণা চলছে। এছাড়া নিয়োগের প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগও রয়েছে। নিয়ম বহির্ভূতভাবে সমবায় থেকে কোটি টাকার ওপরে ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে দেবের অনুগামীর বিরুদ্ধে। ভোটের মুখে বিজেপি এখন দেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করছে।

অন্য একটা মতও রয়েছে। অনেকেই মনে করছেন সিবিআই–য়ের হাত থেকে বাঁচতে দেব বিজেপি–তে যোগ দিতে পারেন। কারণ, দুর্নীতির তদন্তের জন্য সিবিআই একবার দেবকে ডেকেছিল। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে সরাসরি বলা হয়েছে দেব একজন শিল্পী, কাজের চাপেই তিনি রাজ্যের বিভিন্ন প্রশাসনিক পদ থেকে অব্যহতি চেয়েছিলেন, সেই কারণেই তিনি বিভিন্ন পদ থেকে ইস্তফা দিয়েছেন । মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও বলেছেন, দেব ভালো ছেলে, কাজের চাপেই পদ ছেড়েছেন, এর সঙ্গে দল পরিবর্তনের কোনো যোগ নেই ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!