Advertisement
  • দে । শ
  • আগস্ট ৩১, ২০২৩

মুখ্যমন্ত্রীর ইউরোপ সফরসঙ্গী হিসেবে আমন্ত্রিত কুণাল, পাসপোর্ট ফেরত চেয়ে হাই কোর্টে আবেদন তৃণমূল মুখপাত্রের

আরম্ভ ওয়েব ডেস্ক
মুখ্যমন্ত্রীর ইউরোপ সফরসঙ্গী হিসেবে আমন্ত্রিত কুণাল, পাসপোর্ট ফেরত চেয়ে হাই কোর্টে আবেদন তৃণমূল মুখপাত্রের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইউরোপ সফরে যাওয়ার আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টে আবেদন করলেন  তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আগামী ১২ সেপ্টেম্বর ইউরোপের স্পেনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তৃণমূলনেত্রীর  সফরসঙ্গী হওয়ার আমন্ত্রণ পেয়েছেন দলের কুণাল ঘোষ। কিন্তু তাঁর পাসপোর্ট নিম্ন আদালতে জমা রয়েছে। তাই স্পেন যাওয়ার জন্য  সেই পাসপোর্ট ফেরত পাওয়ার আবেদনে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল মুখপাত্র। সিবিআই তাঁর বিদেশ যাত্রা নিয়ে প্রাথমিকভাবে আপত্তি জানিয়েছে। তবে হাই কোর্টের বিচারপতি তাতে প্রশ্ন তুলেছেন, আপত্তি কীসের?

বৃহস্পতিবার হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে কুণাল ঘোষের হয়ে সওয়াল করেন দুই আইনজীবী সাবির আহমেদ ও অয়ন চক্রবর্তী। বিচারপতির পর্যবেক্ষণ, “আপনাদের জন্য অভিযুক্তরা কেন বারবার যন্ত্রণা ভোগ করবেন? তাঁদের বিরুদ্ধে দোষ তো প্রমাণিত নয়। বিচারাধীন কাউকে সরকার নেবে কি নেবে না, সেটা সরকারের ব্যাপার। কিন্তু কারও মৌলিক অধিকার খর্ব করার অধিকার করোও নেই। তাছাড়া তিনি একজন সাংবাদিক। এর আগেও তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন। আবার ফিরেও এসেছেন। তাহলে আপত্তি কীসের?”

সিবিআই বৃহস্পতিবার কুণাল ঘোষের বিদেশ যাত্রার অনুমতিতে আপত্তি জানায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, মামলা বিচারাধীন, তাই এখনই অনুমতি দেওয়া যাবে না। এরপরই আদালতের প্রশ্ন, আপত্তি কীসের? এনিয়ে সিবিআইয়ের কাছে আপত্তির লিখিত বয়ান চায় আদালত। আগে কুণাল ঘোষকে সিঙ্গাপুরে যাওয়ার অনুমতি দিয়েছিল হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির এজলাস।এবারও অনুমতি মিলবে কি না, সেদিকেই নজর থাকছে। এই সংক্রান্ত সওয়াল-জবাবের জন্য আগামী ৬ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন স্থির করা হলেও বিষয়টির গুরুত্ব বিবেচনা করে শুক্রবার সকালে শুনানি হতে চলেছে এই মামলার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!