Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • সেপ্টেম্বর ১২, ২০২৩

ফ্ল্যাট দুর্নীতিকাণ্ডে ইডির জেরায় সিজিও কমপ্লেক্সে বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত

আরম্ভ ওয়েব ডেস্ক
ফ্ল্যাট দুর্নীতিকাণ্ডে ইডির জেরায় সিজিও কমপ্লেক্সে বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত

প্রতিশ্রুতি মতো ইডি দফতরে পৌঁছলেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। তাঁর বিরুদ্ধে অভিযোগ ২৪ কোটি টাকার ফ্ল্যাট দুর্নীতিতে নুসরত জড়িত। ৪০০ জনের বেশি প্রবীণ ও অবসরপ্রাপ্ত নাগরিক এই আবাসন প্রকল্পে টাকা বিনিয়োগ করেছিলেন। অভিযোগ এই আবাসন সংস্থার ডিরেক্টর নুসরত জাহান। মঙ্গলবার সকাল ১০টা ৭ মিনিট নাগাদ সাদা রঙের নীল বাতি লাগানো গাড়িতে করে বাড়ি থেকে বেরোন নুসরত। সকাল ১০টা ৪৩ মিনিটে সল্টেলেকের সিজিও কমপ্লেক্সে  ইডির দফতরে পৌঁছন নুসরত। হাতে নথি নিয়ে ইডি দফতরে ঢোকেন তৃণমূলের এই তারকা সাংসদ। ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণাকাণ্ডে মঙ্গলবার সকাল ১১টায় নুসরতকে তলব করেছিল ইডি। নির্ধারিত সময়ের আগেই ইডি দফতরে পৌঁছে যান নুসরত। তবে আগেই কলকাতা প্রেস ক্লাবে এই প্রতারণাকাণ্ডে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বসিরহাটের তৃণমূল সাংসদ। তবে তিনি ইডির তদন্তে সহযোগিতা করবেন বলে জানিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি রক্ষা করলেন তৃণমূল সাংসদ।

অভিযোগ, নুসরত জাহান একটি সংস্থায় থাকাকালীন একাধিক প্রবীণ ব্যক্তির সঙ্গে ফ্ল্যাট বিক্রির নামে আর্থিক প্রতারণা করা হয়েছে। এই নিয়ে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা বেশ কয়েক জন অভিযোগকারীকে সঙ্গে নিয়ে গড়িয়াহাট থানা এবং ইডির দফতরে গিয়ে অভিযোগ দায়ের করেছিলেন বেশ কিছু দিন আগে। ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেন কলকাতা পুলিশ এবং ইডির গোয়েন্দারা। বস্তুত, এর আগেও তৃণমূল সাংসদকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে ওই ঘটনার পর পরই কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক ডেকে নুসরত জানান, অভিযোগ যখন করা হয়েছে, তার অনেক আগেই তিনি সংশ্লিষ্ট সংস্থা ছেড়ে দিয়েছিলেন। এ ছাড়াও তিনি জানান যে, কয়েক কোটি টাকা তিনি সংশ্লিষ্ট কোম্পানি থেকে ঋণ নিয়েছিলেন। সেই ঋণের টাকা তিনি কড়ায়-গণ্ডায় শোধ করে দিয়েছেন। কিন্তু যে সংস্থার তিনি পদাধিকারী সেই সংস্থা থেকে থেকে কোম্পানি আইন অনুযায়ী নুসরত ঋণ নিতে পারেন না।

জানা যাচ্ছে, এই ফ্লাট দুর্নীতির সঙ্গে অভিনেত্রী সাংসদের কী ধরণের সম্পর্ক ছিল সেটাই যাচাই করার জন্য তাঁকে ডাকা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!