- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ১৯, ২০২৩
নির্বাচনের কমিশনের তথ্য, দেশের ধনী দলের শীর্ষে বিজেপি, দ্বিতীয় তৃণমূল, তৃতীয় কংগ্রেস, বামেদের আয় আরও কমল
বামেদের দুর্দশা কমেনি, আয় আরও কমল

দেশের ধনী রাজনৈতিক দলের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনকে প্রদত্ত তথ্য অনুযায়ী গত আর্থিক বছরে ৬৩৩ % আয় বৃদ্ধি হয়েছে ঘাস ফুল শিবিরের। অবশ্য মোট আয়ের বিচারে শীর্ষে থাকা বিজেপি থেকে এখনও অনেক দূরে তারা।
সম্প্রতি নির্বাচন কমিশন ২০২১-২২ আর্থিক বছরের অডিট রিপোর্ট সামনে এনেছে। আটটি রাজনৈতিক দলকে জাতীয় দলের তালিকাভুক্ত করে তাদের উপার্জনের তালিকা প্রকাশ করেছে কমিশন। কমিশনের তথ্য অনুযায়ী বিজেপি গত আর্থিক বছরে ১৯১৭.১২ কোটি টাকা আয় করেছে। গত বছরের তুলনায় ১৫৫% অর্থাৎ মোট ৭৫২.৩৩ কোটি টাকা বেড়েছে গেরুয়া শিবিরের আয়। তৃণমূল কংগ্রেস আয় করেছে৫৪৫.৭৫ কোটি টাকা যা তাদের আগের বছরের উপার্জনের তুলনায় মাত্র ৭৪.৪২ কোটি টাকা বেশি। পিছিয়ে নেই কংগ্রেসও। ৫৪১.২৭ কোটি টাকা আয় করে তৃতীয় স্থানে আছে শতাব্দী প্রাচীন এই দল। গত বছরের তুলনায় ২৮৫.৭৬ কোটি টাকা অর্থাৎ ৮৯.৪% আয় বৃদ্ধি পেয়েছে দীর্ঘদিন ক্ষমতা ভোগ করা দলটির।
তবে মোট আয়ের নিরিখে হতশ্রী অবস্থা বামেদের। নির্বাচন কমিশনের আটটি ধনী দলের তালিকায় স্থান পেয়েছে কমিউনিস্ট পার্টি অফ ইণ্ডিয়া (মার্ক্সবাদী)ও। ২০২১-২২ সালে ১৬২.২৪ কোটি টাকা আয় হয়েছে দলের। আগের অর্থবছরে যা ছিল ১৭১.৪ কোটি টাকা।
সংবাদ সংস্থা সূত্রে খবর, মোট ৩২৮৯ কোটি টাকা এই রাজনৈতিক দলগুলো অনুদান বা চাঁদা বাবদ আয় করেছে বলে জানা যাচ্ছে। যার ৫৮% ই পেয়েছে বিজেপি। রাজনৈতিক দলগুলোর এই বিপুল আয়ের উৎস নিয়ে অভিযোগ বহুদিনের। কর্পোরেট অনুদানে ভরে উঠছে রাজনৈতিক দলগুলোর অর্থভান্ডার। তাই দলগুলোর নীতি নির্ধারণে সাধারণ মানুষের স্বার্থের তুলনায় কর্পোরেট স্বার্থ অগ্রাধিকার পাবে। দীর্ঘ দিন ধরেই বহু সংগঠন তাই দাবি জানিয়ে আসছেন নির্বাচনী বণ্ডে কর্পোরেট অনুদান বাবদ কত টাকা পাচ্ছে রাজনৈতিক দলগুলো তা প্রকাশ্যে আনা হোক। নির্বাচন কমিশন প্রদত্ত তালিকা সেই দাবিকে জোরালো করল বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।
❤ Support Us