- দে । শ প্রচ্ছদ রচনা
- ডিসেম্বর ৭, ২০২৩
গিরিরাজের কটূক্তিতে উত্তাল বিধানসভা। দিল্লিতেও প্রতিবাদ মহিলা সাংসদের। ক্ষমা চাইতে হবে কেন্দ্রীয় মন্ত্রীকে, দাবি তৃণমূলের
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংসদীয় ভাষায় কটাক্ষ করেছেন। বলেছেন, বাংলা যখন গরিবি ও দুর্নীতিতে নিমজ্জিত, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সলমন খানের সঙ্গে যাচ্ছেন। কেন্দ্রীয়মন্ত্রীর এই মন্তব্যে বৃহস্পতিবার বিধানসভায় জিরো আওয়ারে সরব হন তৃণমূল বিধায়করা। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা দাবি করেন, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে ক্ষমা চাইতে হবে। এই নিয়ে রাজ্যের শাসক ও বিরোধী বিধায়কদের মধ্যে তুমুল হট্টগোল হয়। তৃণমূলের তরফে কেন্দ্রীয় মন্ত্রীর অপসারণের দাবিও জানান হয়।
এদিকে বৃহিস্পতিবার বিধানসভায় সাংবাদিকদের শুভেন্দু অধিকারী বলেন, মমতা-সরকারের অদূরদর্শিতার জন্য বাংলার কৃষকদের ক্ষতি হয়েছে এবার অতিবর্ষণ ও তার জেরে শস্যের ক্ষতির অভিযোগ তুলে তৃণমূল প্রশাসনকে তীব্র আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর কথায়, “প্রাকৃতিক বিপর্যয়ের জন্য কোনও রাজনৈতিক দল বা সরকারকে দায়ী করছি না, কিন্তু আগে থেকে ফসল তুলে নিতে বলে প্রচার করা উচিত ছিল প্রশাসনের। আগেও এই পরিস্থিতিতে এমন হয়েছে। এবার সেটা হল না।”
এদিকে গিরিরাজ মন্তব্য বিতর্ক শুধু বিধানসভাকেই উত্তপ্ত করেছে সেটা নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নাচ নিয়ে কুরুচিকর আক্রমণের প্রতিবাদে বৃহস্পতিবার দিল্লির সংসদ ভবনে গান্ধীমূর্তির পাদদেশে প্রতিবাদে শামিল হয়েছিলেন তৃণমূলের মহিলা সাংসদদের। গান্ধীমূর্তির পাদদেশের এই প্রতিবাদে ছিলেন মহুয়া মৈত্র, মালা রায়, শতাব্দী রায়, অপরূপা পোদ্দার, মৌসম বেনজির নূর। এই প্রতিবাদ অবস্থান থেকে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের মন্ত্রী পদ থেকে অপসারণের দাবি জানান হয়।
এছাড়া, বৃহস্পতিবার কলকাতার হাজরা মোড়েও গিরিরাজ সিংয়ের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করে তৃণমূল নেতা-কর্মীরা। এই ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য বিধানসভাও। তৃণমূলের তরফে গিরিরাজ সিংকে অবিলম্বে বহিষ্কারের দাবি জানানো হয়। অবিলম্বে কেন্দ্রীয় মন্ত্রীকে ক্ষমা চাইতে হবে বলেও জানায় ঘাসফুল শিবির। যদিও তৃণমূলের দাবি নিয়ে বিশেষ মাথা ঘামাতে নারাজ বিজেপি। বিজেপির দাবি, তৃণমূল বিধানসভায় বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছে।
❤ Support Us