- এই মুহূর্তে দে । শ
- মে ১১, ২০২৪
‘কয়লা মাফিয়া’র সঙ্গে শাহ সাক্ষাত ! সোশ্যাল মিডিয়ায় শুরু তরজা

লোকসভা ভোটের প্রচারে এ রাজ্যে প্রায় প্রতি সপ্তাহেই আসছেন কেন্দ্রীয় বিজেপির শীর্ষস্থানীয় নেতারা।তালিকায় আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার রাজ্যে এসেছিলেন শাহ, প্রচার করেছেন কৃষ্ণগঞ্জ, রামপুরহাট এবং রানিগঞ্জ। রানীগঞ্জে সভা ছিল শাহের। বক্তৃতা সেরে অন্ডাল এয়ারপোর্ট থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন তিনি।
অন্ডাল বিমানবন্দরে শাহকে বিদায় জানানোর একটি তালিকা তৈরি হয়েছিল, বিতর্ক বাঁধে সেটিকে ঘিরে। ১৬ জনের সেই তালিকা নিজেদের ফেসবুক পোস্টে জুড়ে তৃণমূল অভিযোগ করে, ওই তালিকায় নাম রয়েছে জয়দেব খাঁ নামে এক ব্যক্তির। তাদের দাবি, এই ব্যক্তি একজন কয়লা মাফিয়া। ফলে এই বিষয়কে নিয়ে রাজনৈতিক অস্ত্র শানাতে শুরু করেছে ঘাসফুল শিবির। তাদের ফেসবুক পোস্টে সেই তালিকা প্রকাশ করে বিজেপির বিরুদ্ধে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তারা। সেখানে লেখা আছে,’কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অন্ডাল বিমানবন্দরে ছাড়তে যাবেন কে? – কুখ্যাত কয়লা মাফিয়া জয়দেব খান ! ক্রোনোলজিটা এবার স্পষ্ট হল! স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে এহেন খাতির না থাকলে কি বিএসএফকে ‘ম্যানেজ’ করে পাচার চালানো যায়?!’
We’ve been saying that the MHA-controlled Central Forces actively facilitate and enable coal smuggling, bagging the proceeds and splitting it with the BJP higher-ups.
Here’s proof of that – HM @AmitShah accepting flowers from tainted coal mafia Joydev Khan.
Will the Central… pic.twitter.com/JgcsIJFUPx
— All India Trinamool Congress (@AITCofficial) May 11, 2024
যদিও জয়দেব খাঁ দাবি করছেন, স্থানীয় বিজেপি নেতা হিসাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিদায় জানাতে গিয়েছিলেন তিনি। অধুনা বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা কমিটির এবং নির্বাচন কমিটির সদস্য জয়দেব জানিয়েছেন, ২০১৯ সালে তিনি বিজেপিতে যোগদান করেছেন। কর্মী হিসেবে শুধু দলীয় আদেশ পালন করেছেন মাত্র। এও দাবি করেছেন, ‘২০১৯ সালের আগে আমার বিরুদ্ধে কয়লা পাচার বা কয়লা সংক্রান্ত কোনও মামলা কোনও থানাতেই ছিল না। বিজেপিতে যোগদান করার পর আমার এবং আমার পরিবারের নামে কয়লা সংক্রান্ত একাধিক মামলা করার পাশাপাশি বিভিন্ন ভাবে হেনস্থা করা হয়েছে।’ কয়লা মাফিয়ার তকমা পুরোপুরি মিথ্যা দাবি জয়দেব খাঁয়ের। যদিও পদ্ম শিবিরের দাবি, জয়দেব বিজেপিতে যোগ দেওয়ার কারণেই তাঁর বিরুদ্ধে কয়লা পাচারের মিথ্যা মামলা চাপানো হয়েছে। আদতে তিনি কয়লা মাফিয়া নন।
শুক্রবার সন্ধে অমিত শাহ রানিগঞ্জে আসানসোলের বিজেপি প্রার্থী এসএস আলুওয়ালিয়ার সমর্থনে রোড শো করেন। তার আগে রানাঘাট ও বীরভূমের দুটি জনসভা থেকে তিনি তৃণমূলকে আক্রমণ করেন। তাঁর বক্তব্য ছিল এখনও যারা কয়লা , বালি , গরু প্রভৃতি পাচারের দুর্নীতি করে যাচ্ছে তারা যেন সময় থাকতে সাবধান হয়। ফলত, তাঁর এই বক্তব্যকে কটাক্ষ করে ,তথাকথিত ‘কয়লা মাফিয়া’ জয়দেব খাঁ কর্তৃক তাঁকে বিদায় জানানো নিয়ে রাজনৈতিক সুর চড়িয়েছে ঘাসফুল শিবির।
❤ Support Us