Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ২৩, ২০২৪

হাড়োয়া বিধানসভা উপনির্বাচনে মনোনয়ন পেশ তৃণমূল,বিজেপির

আরম্ভ ওয়েব ডেস্ক
হাড়োয়া বিধানসভা উপনির্বাচনে মনোনয়ন পেশ তৃণমূল,বিজেপির

বৃষ্টির মধ্যেই ভোটের উত্তাপ বসিরহাট শহরে। এদিন হাড়োয়া বিধানসভা উপনির্বাচনে মনোনয়ন পেশ করল তৃণমূল ও বিজেপি। এনিয়ে বসিরহাট শহরে সাজ সাজ রব। মহকুমা শাসকের দপ্তরের সামনে কড়া নিরাপত্তা। আজ, বুধবার হাড়োয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম ও বিজেপি প্রার্থী বিমল দাস মনোনয়ন পত্র পেশ করলেন। বুধবার, বসিরহাটের মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন দাখিল ঘিরে ২ দলের কর্মীদের মধ্যে বিপুল উদ্দীপনা চোখে পড়েছে। এদিন প্রথমে মনোনয়ন পেশ করেন বিজেপি প্রার্থী বিমল দাস মনোনয়ন পেশ করেন। বিমলের সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য নেতা রাহুল সিনহা। বসিরহাট টাউন হল থেকে মিছিল করে তাঁরা মহকুমা শাসকের দফতরে আসেন। বেরিয়ে এসে রাহুল সিনহা বলেন, ‘‌আরজি করের আন্দোলন এখনই থামবে না। অনশন উঠলেও ধাপে ধাপে আন্দোলন অন্য চেহারা নেবে। যতদিন না অভয়া বিচার পাচ্ছে জুনিয়ার ডাক্তারদের আন্দোলন চালিয়ে যাবেন। আমাদের আন্দোলনও জারি থাকবে।’‌ প্রয়াত সাংসদ হাজি নুরুল ইসলামের ছেলেকে হাড়োয়ায় তৃণমূল প্রার্থী করা প্রসঙ্গে রাহুল বলেন, এখানেও পরিবার তন্ত্র। তৃণমূল দলটাই একটা পরিবারের দল। মমতা ব্যানার্জি তাঁর ভাইপোকে তুলে ধরেছেন। এদিকেও হাড়োয়ায় প্রয়াত দলের বিধায়ক , সাংসদের ছেলেকে টিকিট দিয়েছে এটা নতুন কিছু নয়। অন্যদেকে এদিন দলের প্রার্থী রবিউল ইসলামকে সঙ্গে নিয়ে মহকুমা শাসকের দপ্তরে আসেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু, বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, সাংসদ পার্থ ভৌমিক সহ বসিরহাট মহকুমার বিধায়ক ও জনপ্রতিনিধিরা। আগামী ১৩ নভেম্বর রাজ্যে যে ৬ টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে তা খুবই তাৎপর্যপূর্ণ। আরজি করের ঘটনা নির্বাচনে কতটা প্রভাব ফেলবে সে দিকে তাকিয়ে আছে রাজ্যবাসী। তবে তৃণমূল পুরোপুরি আশাবাদী। এদিন দলের প্রার্থী রবিউল ইসলামকে পাশে নিয়ে মন্ত্রী সুজিত বসু বলেন, ‘‌রাজ্যের মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছেন। শুধু হাড়োয়া কেন রাজ্যের বাকি সব কেন্দ্রের উপনির্বাচনে তা প্রমান মিলবে। তৃণমূল প্রার্থীর জয় নিয়ে কোন সংশয় নেই।’‌ তিনি বলেন, ‘‌ আরজি করের ঘটনা নিন্দনীয়। রাজ্য সরকার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে। কলকাতা পুলিশের হাতে মূল অপরাধী গ্রেপ্তার হয়েছে।’‌ সুজিত বলেন, আরজি করের ঘটনা এই নির্বাচনে কোন প্রভাব পড়বে না।’‌ বাবার ছেড়ে দেওয়া আসনে প্রার্থী হয়ে প্রয়াত হাজি নুরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম বলেন, হাড়োয়ার মানুষ আমাদের পাশে আছেন। বড় ব্যবধানে তৃণমূলের জয় হবে হাড়োয়ায়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!