- এই মুহূর্তে দে । শ
- মে ৬, ২০২৪
শুভেন্দু অধিকারিকে গ্রেফতারির দাবিতে আজ সন্দেশখালিতে তৃণমূল মহিলা সমর্থকদের মিছিল।গঙ্গাধরের বাড়ি ঘেরাও বিজেপি কর্মীদের

ভাইরাল ভিডিও নিয়ে কোণঠাসা বিজেপির বিরুদ্ধে তৃণমূল রাজ্য জুড়ে সরব।এবার শুভেন্দু অধিকারিকে গ্রেপ্তারে দাবিতে পথে নামলেন সন্দেশখালির মহিলারা। পাশাপাশি শেখ শাহাজানের মুক্তির দাবিতে সরব হলেন তাঁরা। সন্দেশখালির সরবেড়িয়া আকুঞ্জিপাড়ায় এদিন মহিলারা স্বতস্ফুর্ত ভাবে বেরিয়ে আসেন মহিলারা। অকুঞ্জিপাড়ায় বিক্ষোভ দেখান।
সন্দেশখালি নিয়ে ভাইরাল ভিডিওয় মুখ পুড়েছে বিজেপির। প্রতিবাদীদের অনেকেই এখন বাড়িতে নেই। এদিন গঙ্গাধর কয়ালের বাড়ির সামনে বিক্ষোভ দেখান এলকারই বিজেপি সমর্থকরা। দলের ভাবমূর্তি নষ্ট করায় স্থানীয় বিজেপি কর্মীরা গঙ্গাধরের অপসারণের দাবি তোলেন।
৬ মে, সোমবার সন্দেশখালিকে অশান্ত করে তোলার পেছনে বিজেপির ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে তৃণমূলের মহিলারা পথে নামছে। সন্দেশখালিতে কয়েক হাজার মহিলার মিছিল করবেন বিজেপি–র এই চক্রান্তের বিরুদ্ধে। সন্দেশখালিতে ওই মিছিলের শেষে সমাবেশে এলইডি জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে গঙ্গাধর কয়াল, জবারানি সিংহ গোপন ক্যামেরার সামনে কী বলেছেন তার ভিডিও।ভিডিও তে দেখা গেছে (ভিডিও–র সত্যতা যাচাই করেনি ‘আরম্ভ’ ডিজিটাল ডেস্ক) সেখানে গঙ্গাধর কয়াল বলেছিলেন, সন্দেশখালির মহিলাদের ওপর নির্যাতনের ঘটনা পুরোপুরি সাজানো এবং তা শুভেন্দু অধিকারির নির্দেশে হয়েছে।
রবিবার গঙ্গাধর কয়াল বাড়িতে ছিলেন না। গঙ্গাধরের দরমার ঘেরা যে ঘরে বসে ভিডিও করা হয়েছিল সেই ঘরে গিয়েছিলেন একাধিক সংবাদ মাধ্যমের সাংবাদিক।তাঁর স্ত্রী বিমলা কয়াল ও ছেলে জ্যোতির্ময় চোখে মুখে আতঙ্ক। বিমলা কয়াল বলেন, ‘আমরা নিরাপত্তার অভাবে ভুগছি।’ ছেলে জ্যোতির্ময় বলেন, ‘আমরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। আমাদের ঘরে অস্ত্র ঢুকিয়ে দিয়ে গ্রেপ্তার করা হতে পারে। এমনকী বাবাকে খুন করে ফেলতে পারে।’ এদিন গঙ্গাধরের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় বিজেপির স্থানীয় কর্মীরা। ।
অন্যদিকে রবিবার সরবেড়িয়া আকুঞ্জিপাড়া মোড়ে তৃণমূলের কর্মী সমর্থকরা শেখ শাজাহানের মুক্তির দাবিতে বিক্ষোভ দেখায়। সেখানে শুভেন্দু অধিকারিকে গ্রেপ্তারের দাবি জানান এলাকার মানুষ। সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো এদিনও বলেন, ‘এত বড় চক্রান্ত সন্দেশখালির মানুষ মেনে নেবে না। এই চক্রান্তে মুল মাথা শুভেন্দু অধিকারি।
৩০ ডিসেম্বর শুভেন্দু বসিরহাটে প্রকাশ্য সভায় সরাসরি শেখ শাহাজানের নাম করে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে জব্দ করার কথা বলেছিলেন। ৫ জানুয়ারি ইডি শেখ শাজাহানের বাড়িতে অতর্কিতে হানা দেয়। সিপিএম প্রার্থী নিরাপদ সরকার বলেন, শুভেন্দু অধিকারি যেখানে ঢুকবে সেখানে কিছু অঘটন না ঘটিয়ে যাবে না। বিজেপির স্বার্থ পূরণ না হওয়া পর্যন্ত টাকা পয়সা দিয়ে যা খুশি করতে পারে শুভেন্দু। নিরাপদ আরও বলেন, ‘আমি ২০১১ সালে বিধানসভায় বলেছিলাম কীভাবে পাট্টা জমি, বর্গা জমি লুট হচ্ছে। এখানে ১০০ দিনের কাজের টাকা জব কার্ড হোল্ডাররা পাচ্ছেন না।’ সিপিএম নেতার দাবি, সন্দেশখালির গণতান্ত্রিক আন্দোলন ভেঙে দিয়েছন শুভেন্দু। বিজেপি কোনদিন নারী নির্যাতনের বিরোধীতা করেননি। বিজেপি যেখানে আছে সেখানে নারী নির্যাতন বেশি হয়। সন্দেশখালির আন্দোলনের ভাঙার জন্য রেখা পাত্রকে প্রার্থী করে বিজেপিকে ‘হাইলাইট’ করাই শুভেন্দুর উদ্দেশ্য ছিল।
❤ Support Us