- এই মুহূর্তে
- নভেম্বর ১৭, ২০২১
আগরতলার পুরভোটে ঝাঁপিয়ে পড়ল তৃণমূল। ইস্তেহারে ৯ জোরালো প্রতিশ্রুতি

২৫ নভেম্বর আগরতলায় পুরসভা নির্বাচন৷ তৃণমূলের ইস্তেহার প্রকাশ করেন সাংসদ সুখেন্দুশেখর রায়, অর্পিতা ঘোষ, ইন্দ্রনীল সেন, সোহম চক্রবর্তীরা। ইস্তেহারের নাম দেওয়া হয়েছে নবরত্ন৷ আগরতলায় উন্নয়নের জন্য ৯ টি প্রতিশ্রুতি ঘোষণা করেছে তৃণমূল। বলেছে, করের বোঝা লঘু করা হবে। মেয়েদের সুরক্ষা ওপর অতিরিক্ত গুরুত্ব দেওয়া হবে।
রাস্তাঘাটের খানা খন্দ মুক্ত করা হবে। ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা হবে৷ ৯টি পুর বাজারের মানোন্নয়ন৷ আগরতলার চার জায়গায় বিনামূল্যে ওয়াইফাই পরিষেবার ব্যবস্থা করা হবে৷ আগরতলার শ্মশানে দু’টি গ্যাস চালিত চুল্লির বদলে বৈদ্যুতিন চুল্লির ব্যবস্থা ইত্যাদি সর্বোপরি নিজেদের অভিযোগ, সমস্যা নিয়ে সরাসরি মেয়রের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন আগরতলার মানুষ৷
❤ Support Us