Advertisement
  • এই মুহূর্তে
  • নভেম্বর ১৭, ২০২১

আগরতলার পুরভোটে ঝাঁপিয়ে পড়ল তৃণমূল। ইস্তেহারে ৯ জোরালো প্রতিশ্রুতি 

আগরতলার পুরভোটে ঝাঁপিয়ে পড়ল তৃণমূল। ইস্তেহারে ৯ জোরালো  প্রতিশ্রুতি 

২৫ নভেম্বর আগরতলায় পুরসভা নির্বাচন৷  তৃণমূলের ইস্তেহার প্রকাশ করেন সাংসদ সুখেন্দুশেখর রায়, অর্পিতা ঘোষ, ইন্দ্রনীল সেন, সোহম চক্রবর্তীরা। ইস্তেহারের নাম দেওয়া হয়েছে নবরত্ন৷ আগরতলায় উন্নয়নের জন্য ৯ টি প্রতিশ্রুতি ঘোষণা করেছে তৃণমূল। বলেছে, করের বোঝা লঘু করা হবে।  মেয়েদের সুরক্ষা ওপর অতিরিক্ত গুরুত্ব দেওয়া হবে।

রাস্তাঘাটের খানা খন্দ মুক্ত করা হবে। ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা হবে৷ ৯টি পুর বাজারের মানোন্নয়ন৷ আগরতলার চার জায়গায় বিনামূল্যে ওয়াইফাই পরিষেবার ব্যবস্থা করা হবে৷ আগরতলার শ্মশানে দু’টি গ্যাস চালিত চুল্লির বদলে বৈদ্যুতিন চুল্লির ব্যবস্থা ইত্যাদি সর্বোপরি নিজেদের অভিযোগ, সমস্যা নিয়ে সরাসরি মেয়রের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন আগরতলার মানুষ৷


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!