Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১, ২০২৪

তাপস প্রশংসা,‌ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত কুণাল ঘোষ

আরম্ভ ওয়েব ডেস্ক
তাপস প্রশংসা,‌ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত কুণাল ঘোষ

লোকসভা ভোট চলাকালীনই বিজেপি প্রার্থীর সঙ্গে একমঞ্চে!‌ শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি–তে যোগ প্রার্থীর প্রশংসা !‌ যার খেসারত দিতে হল তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষকে। দল বিরোধী কাজের জন্য আজ তাঁকে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলের রাজ্যসভার সাংসদ ও মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, ‘‌দলের সাধারণ সম্পাদক হয়ে কুণাল ঘোষ এমন মন্তব্য করেছেন, যা দলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এটা স্পষ্ট করা দরকার যে, তিনি যে মন্তব্য করেছেন, তা একান্তই তাঁর ব্যক্তিগত মতামত এবং দল এর জন্য দায়ী নয়। শুধুমাত্র সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সদর দফতর থেকে জারি করা বিবৃতিগুলিকেই দলের অফিসিয়াল অবস্থান হিসাবে বিবেচনা করা উচিত৷ কুণাল ঘোষকে আগে দলের মুখপাত্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এবার তাঁকে সংগঠনের সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত করা হয়েছে।’‌

উত্তর কলকাতার অগ্নিবীনা ক্লাবের পক্ষ থেকে আজ একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেই রক্তদান শিবিরে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে একমঞ্চে ছিলেন কুণাল ঘোষ। সেই মঞ্চে তাপস রায় সম্পর্কে কুণাল বলেন, ‘‌তাপসদা সত্যিকারের জননেতা। দলের কর্মী ও জনগণের জন্য তাঁর দরজা সবসময় খোলা। আমি তাঁকে কয়েক দশক ধরে চিনি। দুর্ভাগ্যবশত, তাঁকে ধরে রাখার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা ব্যর্থ হওয়া সত্ত্বেও আমাদের পথ এখন তাপসদা হিসাবে ভিন্ন। আমরা রাজনীতির ময়দানে তাপসদাকে এখন উল্টো দিকে পাচ্ছি। প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে আমি তাপসদাকে জনপ্রতিনিধি হিসেবে এক ইঞ্চিও পিছনে রাখতে পারব না।’ তাপস রায়ের প্রশংসা করার কয়েক ঘন্টার মধ্যেই দলের সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হল কুণাল ঘোষকে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!