- এই মুহূর্তে
- মে ১৭, ২০২৩
এগরায় তূণমূলের প্রতিনিধি দল। গ্রামবাসীদের ক্ষোভের মুখে তৃণমূল মন্ত্রী, সাংসদরা

এগরার খাদিকূল গ্রামে ভয়াবহ বাজি বিস্ফোরণে ৯ জনের মৃত্যুর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে বুধবার দেখা করতে যান তৃণমূল সাংসদ দোলা সেন, রাজ্যের মন্ত্রী মানস ভুঁঞা এবং সৌমেন মহাপাত্র। তৃণমূল প্রতিনিধিরা গ্রামে ঢুকতেই চোর চোর স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে।
#WATCH | West Bengal | People in Khadikul village of Egra in Purba Medinipur district protest and raise slogans as a TMC delegation visits the area.
An explosion occurred at an illegal firecracker factory here yesterday. Nine people died in the incident. pic.twitter.com/YtcyJgluDx
— ANI (@ANI) May 17, 2023
এদিকে তৃণমূল সাংসদ দোলা সেন সাংবাদিকদের বলেন, “আমরা নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেছি। তাঁরা বলেছেন, যাঁরা চলে গেছে তাঁদের আর পাওয়া যাবে না। আমাদের সন্তানদের দেখুন। আমরা ওই পরিবরের লোকেদের বলেছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সরকার আপনাদের পাশে আছে। আমাদের সঙ্গে নিহতদের পরিবার কোনও খারাপ ব্যবহার করেনি।”
#WATCH | "CM said yesterday itself that she has no objection to an NIA investigation…We met the members of the affected families. We assured them that the families will be looked after..," says TMC MP Dola Sen pic.twitter.com/zge7JmJ25e
— ANI (@ANI) May 17, 2023
মানস ভুঁঞা বলেন, “সিপিএম আমলও এমন অনেক ঘটনা ঘটেছে। তখনতো এমন অবস্থা দেখিনি, এসব পরিকল্পনা করে হচ্ছে।” সৌমেন মহাপাত্র কোনও মন্তব্য করেননি।
❤ Support Us