- এই মুহূর্তে দে । শ
- জুলাই ৮, ২০২৪
প্যাড ছাপিয়ে চোরচালানে মদত জোগাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী ? মহুয়ার টুইটে চাঞ্চল্যকর অভিযোগ। সীমান্ত পারাপারে পক্ষপাতিত্ব এড়াতেই ছাপিয়েছি প্যাড, বললেন শান্তনু ঠাকুর

ভারত বাংলাদেশ সীমান্তে, চোরাচালানের অভিযোগে বহুবার সরগরম হয়েছে রাজ্য ও কেন্দ্রের রাজনৈতিক অঙ্গন বেআইনি গোপাচার এবং মাদকের লেনদেন ঘিরে উঠেছে রাজনৈতিক দলগুলির মধ্যে পরস্পর বিরোধী অভিযোগ । কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, বানগাঁর বিজেপি সাংসদ সম্প্রতি দাবি করেছেন, স্থানীয় তৃণমূল নেতা এবং বিএসএফ এর একাংশের যোগসাজসে, সীমান্ত পারাপারে হেনস্থার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। তাঁর অভিযোগ, ঘাসফুল শিবিরের স্থানীয় পঞ্চায়েত প্রধান সীমান্ত পারাপারে জন্য নিজের লেটার হেডে যে অনুমতি পত্র দেন, সেখানে পক্ষপাতিত্ব করা হচ্ছে । রাজ্যের শাসক শিবিরের সমর্থকরাই সেখানে অগ্রাধিকার পাচ্ছেন, এবং বনগাঁ বিধানসভার, স্বরূপ নগরের হাকিমপুরে যে বিএসএফ নাকাচেকিং রয়েছে, সেখানে সাধারণ মানুষকে অযথা হেনস্থা করা হচ্ছে ।
এই ঘটনার একদিন পরেই, সোমবার তৃণমূলের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মিত্র নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর নামাঙ্কিত একটি প্যাড । ভারত থেকে বাংলাদেশে বিভিন্ন দ্রব্য পরিবহনের জন্য সেই প্যাডে সীমান্তরক্ষীদের কাছে সুপারিশ করা হয়েছে । প্যাডে একব্যক্তির নাম সহ, তিন কেজি গোমাংস বাংলাদেশে নিয়ে যাওয়ার অনুমতির কথা বলা হয়েছে । প্যাডের নীচে রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর শিলমোহর সহ স্বাক্ষর ।( প্যাডটির সত্যতা যাচাই করেনি আরম্ভ পোর্টাল) এবিষয়ে তৃণমূল সাংসদের অভিযোগ, হাকিমপুরে বিএসএফ এর ৮৫ নং ব্যাটেলিয়ানের কাছে দাখিল করা এই অনুমতি পত্র থেকেই স্পষ্ট কেন্দ্রীয় মন্ত্রী চোরাচালানে প্রত্যক্ষ মদত জোগাচ্ছেন, এবার তিনি গোমাংস পরিবহণের জন্যও লিখেছেন । মহুয়া মিত্র কটাক্ষ করে বলেছেন, এবিষয়ে নীরব কেন ‘গোরক্ষক সেনা’ এবং ‘গোদি সংবাদ মাধ্যম ‘ ?
Union Minister has printed forms on official letterhead to @BSF_India 85BN issuing “passes” for smugglers on Indo-Bangla border. In this case for allowing 3 kgs of Beef.
Hello @HMOIndia , Gau Rakshak Senas, Godi Media. pic.twitter.com/iYXdihtrVI
— Mahua Moitra (@MahuaMoitra) July 8, 2024
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তুনু ঠাকুর আগেই সীমান্তরক্ষীদের একাংশ এবং স্থানীয় তৃণমমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, সীমান্ত পারাপারে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বলেছিলেন, ওখানকার স্থানীয় নেতা যদি লেটার হেডের মাধ্যমে সীমান্ত পারাপারের অনুমতি দিতে পারে, তবে তিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী, তাই দ্রব্য পারাপারে অনুমতি পত্র ছাপিয়ে তিনি বিলি করেছেন । সীমান্তে বেআইনি গোপাচার নিয়ে রাজ্য রাজনীতিতে আলোড়ন বহুদিন ধরেই । কেন্দ্রীয় এজেন্সির তদন্তে শাসকদলের বহু নেতা এবং প্রভাবশালীর নাম উঠে এসেছে, গ্রেফতারও হয়েছেন বহু । ২১ এর বিধানসভা ভোটের পর থেকেই, এই নিয়ে রাজ্যে কেন্দ্রীয় সংস্থার তৎপরতা বাড়ে । রাজ্যের শাসক শিবিরকে এই ইস্যুতে বেশ খানিকটা কোনঠাসাও করে পদ্ম শিবির । এবার সেই পদ্ম শিবিরের মন্ত্রীর বিরুদ্ধেই উঠলো গোমাংস পাচারে অনুমতি দেওয়ার অভিযোগ উঠলো । গত কয়েকদিন ধরেই, বিএসএফ এর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলায় শান্তনু ঠাকুরকে বিঁধেছে তৃণমূল কংগ্রেস । ঘাসফুল শিবির এপ্রসঙ্গে বলেছে, বিএসএফ কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রকের অধীনে, সেই মন্ত্রকের দায়িত্বে রয়েছেন খোদ অমিত শাহ । এবার তাঁর মন্ত্রীসভার সদস্যই শাহর দফতরের বিরুদ্ধে অভিযোগ তুলছে । অবিলম্বে এনিয়ে প্রকাশ্যে মন্তব্য করুন শাহ, নইলে নিজের অযোগ্যতার দায় নিয়ে পদত্যাগ করুক দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দাবি উঠেছে বিরোধী শিবিরে ।
গত লোকসভার আগেই, সীমান্তে বিএসএফ এর ক্ষমতা বৃদ্ধি করেছিলেন শাহ, সেনিয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাতের অভিযোগ তুলে কেন্দ্রকে আগেই চিঠি দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । এবার সীমান্ত রক্ষীদের ওপর খোদ অনস্থা প্রকাশ করলেন মোদি মন্ত্রীসভার সদস্য, পাশাপাশি গোমাংস পরিবহনের অনুমতি দিয়ে বাড়ালেন বিতর্ক । নতুন মন্ত্রীসভা গঠনের পর থেকেই বিরোধীদের প্রশ্নবাণে খানিকটা ব্যাকফুটে মোদি সরকার, সেখানে খোলাখুলি অনুমতি পত্র বিলিয়ে, চোরাচালানে মদত দেওয়ার অভিযোগকে কীভাবে সামাল দেয় পদ্ম শিবির এবং মোদির মন্ত্রীসভা এখন সেটাই দেখার ।
❤ Support Us